Terms and Conditions

ব্যবহারের শর্তাবলি

পাঠকবৃন্দকে ebangla.net এর বিভিন্ন ওয়েবসাইট কনটেন্ট ও সেবার “ব্যবহারের শর্তাবলি” পড়ার জন্য আন্তরিক স্বাগতম। আমাদের কনটেন্ট বিশ্বের বিভিন্ন কোণ থেকে ওয়েব, ডিজিটাল এবং সামাজিক মাধ্যম এবং আরএসএস ফিডের মাধ্যমে পড়া যায়। বিভিন্ন ডিভাইস যেমন কম্পিউটার, মোবাইল ফোন, এবং ট্যাবলেট প্রভৃতির মাধ্যমে আমাদের কনটেন্টে প্রবেশ করা যায়, যা কেবল এই উপকরণগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কনটেন্ট সেবা গ্রহণ বা কনটেন্ট, ছবি ও তথ্য পাঠের মাধ্যমে পাঠকগণ ebangla.net-এর “ব্যবহারের শর্তাবলি” মেনে নেয়ার সাথে সাথে আমাদের “নীতিমালা” মেনে নিচ্ছেন বলে আমরা ধরে নিব। যদি কারো এই বিষয়ে আপত্তি বা প্রশ্ন থাকে, তাহলে দয়া করে ebangladotnet@gmail.com এ ইমেইল করে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

ebangla.net কোনো পাঠকের আপত্তি বা মন্তব্য গ্রহণ করা বা না করার সম্পূর্ণ অধিকার রাখে। ebangla.net-এর সব ব্যবহারকারীকে এই “ব্যবহারের শর্তাবলি” মেনে চলতে হবে। যদি কেউ এই শর্তাবলী মেনে না চলে বা কোনো ব্যবহারের শর্তাবলি-পরিপন্থী আচরণ ঘটায়, ebangla.net তাদের ওয়েবসাইটে প্রবেশে নিষেধাজ্ঞা প্রয়োগ করা সহ নানা ব্যবস্থা নিতে পারে। ebangla.net-এ প্রবেশ করা মানে, পাঠকবৃন্দ আমাদের সেবা গ্রহণ করছেন এবং “ব্যবহারের শর্তাবলি” মেনে নিতে সম্মতি প্রদান করছেন। এই সেবা অন্তর্ভুক্ত হতে পারে লেখা, ছবি, গ্রাফিকস, অডিও, ভিডিও, সফটওয়্যার ইত্যাদি।

মেধাসম্পদের অধিকার

ebangla.net এবং এর সম্পর্কিত সকল কনটেন্ট, লোগো, স্বত্ত্ব, ট্রেডমার্ক, পেটেন্ট, লেখা, ছবি, গ্রাফিকস, ডোমেইন নাম, অডিও, ভিডিও এবং অন্যান্য মেধাসম্পদ ও ব্র্যান্ডের বৈশিষ্ট্য এবং নাম ebangla.net এর মালিকানাধীন। ebangla.net এর মেধাসম্পদ বা ব্র্যান্ডের অন্যান্য বৈশিষ্ট্যের উপর কোনো বাণিজ্যিক বা অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারকারীর কোনো ধরনের অধিকার দাবি করা যাবে না। ebangla.net এর কনটেন্ট ব্যবহার করে ব্যবহারকারী নতুন কোনো কিছু সৃষ্টি করতেও পারবেন না। যদি মেধাসম্পদ বা স্বত্ত্ব লঙ্ঘনের কোনো ঘটনা ঘটে, ebangla.net কর্তৃপক্ষ প্রযোজ্য আইনানুগ পদক্ষেপ নিতে পারবে। মেধাসম্পদ লঙ্ঘনের কোনো ঘটনা আমাদের নজরে আনতে চাইলে, দয়া করে ebangladotnet@gmail.com এ ইমেইল করুন।

আমাদের সেবা: আপনার ব্যবহার

ebangla.net এর সেবা এবং উপাদানগুলি বৈধ ও শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য পাঠকদের কাছে উন্মুক্ত। আমাদের ওয়েবসাইটের অডিও-ভিজ্যুয়াল মাধ্যম কেবলমাত্র দেখা ও শোনার জন্য নির্দিষ্ট, এর বাইরে যেকোনো উদ্দেশ্যে এর ব্যবহার নিষিদ্ধ। ebangla.net তার কনটেন্টের সুষ্ঠু বিনিময় এবং ব্যবহারের জন্য সামাজিক মিডিয়াতে শেয়ার করতে উদ্বুদ্ধ করে, তবে এটি অবশ্যই মূল কনটেন্ট হিসেবে স্বীকৃতি প্রদান করে এবং অবিকৃতভাবে পরিবেশন করা আবশ্যক। ebangla.net-এর ওয়েবসাইট হ্যাক করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং কনটেন্টের নিরাপত্তা প্রক্রিয়াকে বাইপাস করা নিষিদ্ধ।

ব্যবহারকারী, ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাণিজ্যিক অথবা অবাণিজ্যিক, যাই হোক না কেন, ebangla.net-এর সেবাগুলি কেবল অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে। ebangla.net পাঠকদের সেবা এবং মেধাসম্পদে প্রবেশাধিকার প্রদান করে, কিন্তু কিছু নির্দিষ্ট শর্তাবলী মেনে; যেমন ব্যবহারকারীরা প্রদত্ত সেবাগুলো কেবল ব্যক্তিগত এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারেন। ebangla.net-এর কোনো কনটেন্ট বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বা বিক্রয় নিষিদ্ধ। ebangla.net-এর কনটেন্ট লক্ষ্য করে পাঠকদের উসকানিমূলক বা আক্রমণাত্মক ভাষা ও ছবি ব্যবহার বা মন্তব্য করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

কনটেন্ট সরিয়ে নেওয়া

ebangla.net তার অধিকার ও বিবেচনা অনুযায়ী যেকোনো সময়, ওয়েবসাইট থেকে কোনো কনটেন্ট সরিয়ে নিতে পারে। এই অধিকার প্রয়োগে, পাঠকেরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপত্তি বা দাবি পেশ করার অধিকার থাকবে না। ebangla.net কোনো কনটেন্ট বা সেবা প্রত্যাহার করলে, তা সম্পূর্ণভাবে আমাদের নির্ণয় ও বিবেচনার ভিত্তিতে হবে।

নিষিদ্ধ ও অননুমোদিত ব্যবহার

পাঠকদের ebangla.net ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিষিদ্ধ ও অননুমোদিত আচরণের প্রতি সতর্ক থাকতে হবে। এই সাইট কোনো রাজনৈতিক দল, বর্ণবাদ, সাম্প্রদায়িকতা, বা লিঙ্গবৈষম্য সমর্থন বা প্রচার করার মাধ্যম হতে পারবে না। ebangla.net এবং/অথবা যে কোনো ব্যক্তির মানহানি, অপমান, হেনস্থা করা, নিপীড়ন, আদালতের কার্যক্রম নিয়ে অবমাননাকর আচরণ, বা যে কোনো আইনি কার্যক্রমে বাধা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অনৈতিক, আক্রমণাত্মক, বা অসদাচরণ মূলক মন্তব্য, ছবি, বা অন্য কোনো উপাদান পোস্ট করা এবং ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে অন্যের সম্মানহানি করা নিষিদ্ধ।

মার্ক, কনটেন্ট ও ছবি আদান-প্রদানে নিষেধাজ্ঞা

ebangla.net-এর পাঠকদের জন্য, বাণিজ্যিক বা অন্য কোনো উদ্দেশ্যে আমাদের কনটেন্ট, ছবি, বা লোগো শেয়ার বা প্রচার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যদি ebangla.net কর্তৃক সৃষ্ট এবং অনুমোদিত কোনো কনটেন্ট, ছবি বা মার্ক শেয়ার করা হয়, তাহলে শেয়ার করার সময় অবশ্যই উৎস হিসেবে ebangla.net এর উল্লেখ করতে হবে। ebangla.net দ্বারা প্রকাশিত কোনো কনটেন্ট বা ছবির মালিকানা দাবী করার অধিকার পাঠকদের নেই।

তৃতীয় পক্ষের কনটেন্ট

ebangla.net এ প্রদর্শিত তৃতীয় পক্ষের কনটেন্ট, অর্থাৎ যে সকল কনটেন্ট ebangla.net দ্বারা সৃষ্টি নয়, সেগুলির জন্য ebangla.net কোনো দায় বহন করবে না। এই ধরনের কনটেন্ট ebangla.net এ প্রদর্শিত হলেও তা তৃতীয় পক্ষের মালিকানাধীন এবং দায়িত্বের অধীনে বিবেচিত হবে।

পরিবর্তন

ebangla.net সর্বদা তার নীতিমালায় সংশোধন, পরিবর্তন, পরিবর্ধন, বা পরিমার্জন আনার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। এই ধরনের পরিবর্তনগুলি ওয়েবসাইটে প্রকাশিত হবে, এবং এর পর থেকে পাঠকরা যখন সাইট ব্যবহার করবেন, তখন এটি ধরে নেওয়া হবে যে তারা এই পরিবর্তনগুলো মেনে নিয়েই সাইটে প্রবেশ করেছেন। পাঠকদের তাদের ব্যবহারের শর্তাবলি মেনে চলতে হবে এবং তারা এই পরিবর্তনগুলি সম্পর্কে অবগত থাকার জন্য নিয়মিত আপডেট চেক করতে অনুরোধ করা হচ্ছে।

কুকির ব্যবহার

ebangla.net ব্যবহারকারীর কুকিভিত্তিক পরিসংখ্যান সংগ্রহ না করা এবং ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করার নীতি মেনে চলে। তবে, পাঠক বা দর্শনার্থীর ebangla.net-এ প্রবেশের মাধ্যমে তৃতীয় পক্ষ তাদের কুকি সংগ্রহ করতে পারে, যার উপর ebangla.net-এর নিয়ন্ত্রণ নেই। এই কারণে, পাঠকদের তৃতীয় পক্ষের ওয়েবসাইট ব্যবহারের সময় সচেতন থাকা উচিত।

দায় পরিত্যাগ

ebangla.net সকল ব্যবহারকারীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানের প্রতি আগ্রহী। তবে, বিভিন্ন মাধ্যমে পরিবেশিত তথ্য যেমন ছবি, ভিডিও, এবং অন্যান্য কন্টেন্টের যথার্থতা এবং সঠিকতার নিশ্চয়তা সবসময় প্রদান করা সম্ভব নয়। ebangla.net-এ প্রকাশিত সকল কনটেন্ট কেবল তথ্যমূলক উদ্দেশ্যের জন্য পরিবেশিত হয়, পরামর্শ হিসেবে নয়। এছাড়াও, ebangla.net-এর সমস্ত সেবা ওয়ারেন্টি বা গ্যারান্টি ছাড়াই পরিবেশিত হয়।

কনটেন্ট দেখা

পাঠকরা যখন ebangla.net এ কনটেন্ট পোস্ট অথবা অন্যান্য মাধ্যম দ্বারা পোস্ট করা কনটেন্ট দেখেন, তখন তারা তা নিজেদের ঝুঁকি ও বিবেচনা অনুযায়ী করেন। প্রদত্ত কনটেন্টের বস্তুনিষ্ঠতা, সঠিকতা, বা বিশ্বস্ততার উপর স্থাপিত আশ্বাস বা বিশ্বাস পুরোপুরি তাদের নিজস্ব বিবেচনাবোধের উপর নির্ভরশীল।

তৃতীয় পক্ষের দায়

ebangla.net-এ প্রকাশিত তথ্যের একটি অংশ তৃতীয় পক্ষ দ্বারা সরবরাহিত হয়, যারা ebangla.net-এর সরাসরি নিয়ন্ত্রণাধীন নয়। ফলে, এই তৃতীয় পক্ষের প্রদত্ত তথ্যের যথার্থতা, বিশ্বস্ততা, বা সঠিকতা নিশ্চিত করা ebangla.net-এর পক্ষ থেকে সবসময় সম্ভব নয়। এর ফলে, ebangla.net তার পাঠকদের অনুরোধ করে যে, তৃতীয় পক্ষের পরিবেশিত কোনো তথ্যে আস্থা স্থাপনের আগে সেই তথ্যের সত্যতা ও বিশ্বস্ততা নিজেরাই যাচাই করুন।

ব্যাঘাত, ক্রস কানেকশন বা ওয়েবসাইট অপ্রাপ্যতা

ebangla.net সর্বদা তার সেবাগুলো নিরবচ্ছিন্নভাবে চালু রাখার চেষ্টা করে থাকে। তবে, এমন কিছু পরিস্থিতি যা ebangla.net-এর নিয়ন্ত্রণে নেই—যেমন ইন্টারনেট সংযোগের সমস্যা, তৃতীয় পক্ষের কনটেন্ট ডাউনলোড করার ফলে উদ্ভূত সমস্যা— এসবের কারণে যদি সেবায় কোনো ব্যাঘাত ঘটে, তাহলে ebangla.net তার জন্য দায়ী থাকবে না এবং ব্যবহারকারীর কাছে কোনো দায়বদ্ধতা গ্রহণ করবে না। ebangla.net ওয়েবসাইটে প্রকাশিত কোনো কনটেন্ট বা সেবার কারণে যদি কারো ক্ষতি হয়, তাহলে ebangla.net বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী তার দায় গ্রহণ করবে না।

সংশোধন নীতিমালা

ebangla.net প্রতিদিন এক বিপুল পরিমাণ তথ্য তার ওয়েব পোর্টালে প্রকাশ করে। এই প্রক্রিয়ায়, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও, অনিচ্ছাকৃত ভুল সম্পূর্ণ অস্বাভাবিক নয়। আমরা যেকোনো ভুলের জন্য দুঃখিত, এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং ভুল সংশোধন করে পাঠকদের জানানো, আমাদের অগ্রাধিকার এবং দায়িত্ব। আমরা নিজেদের উদ্যোগে এবং পাঠকদের ফিডব্যাকের ভিত্তিতে ভুল সংশোধন করি। পাঠকরা যদি কোনো ভুল লক্ষ্য করেন, তাঁরা আমাদের তা জানাতে পারেন। আমরা যাচাই-বাছাই করে সেই ভুলগুলি সংশোধন করব। এই উদ্দেশ্যে যোগাযোগের ঠিকানা: ebangladotnet@gmail.com

  • ebangla.net এ কোনো ভুল আমাদের নজরে আসলে বা পাঠকরা যখন তা জানান, আমরা তৎক্ষণাৎ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ওই ভুলের সংশোধন সম্পন্ন করে থাকি। আমাদের লক্ষ্য হল প্রতিটি তথ্য যথাসম্ভব সঠিক ও নির্ভুল করা, যাতে পাঠকরা নির্ভরযোগ্য তথ্য পান।
  • সংশোধিত কন্টেন্টটির নিচে আমরা সেই সংশোধনের কথা প্রকাশ করি। সেখানে ‘সংশোধনী’ শিরোনামের নিচে ভুলের কথা জানিয়ে কী সংশোধন করা হয়েছে, তা লিখে দিই। সেখানে সংশোধন করার তারিখ ও সময় উল্লেখ করি।
  • সংশোধনী কেবল ভুল তথ্যের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ভুল বানান বা বাক্য সংশোধন করা হলে তা জানানো হয় না।
  • আমরা সাধারণত সম্পূর্ণ লেখা প্রত্যাহার করি না। অনিবার্য কারণে সম্পূর্ণ লেখা প্রত্যাহার করা হলে কেবল শিরোনামটি রেখে পুরো লেখা সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে শিরোনামের নিচে লেখাটি অপ্রকাশিত রাখার কারণ আমরা জানিয়ে দিই।
  • যখন আমাদের প্রকাশিত কোনো কনটেন্টের প্রতি প্রতিবাদ উত্থাপিত হয়, ebangla.net এই প্রতিবাদগুলোকে গুরুত্বের সাথে নেয়। আমরা প্রতিবাদকারী পক্ষের মতামত এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য প্রকাশ করি। যদি প্রতিবাদে আইনি বিষয় জড়িত থাকে, তবে আমরা আমাদের আইনজীবীর সাথে পরামর্শ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিই। এর মাধ্যমে, ebangla.net নিরপেক্ষতা এবং সত্যনিষ্ঠা বজায় রাখার প্রতি নিবেদিত থাকার চেষ্টা করে।

মন্তব্য প্রকাশের নীতিমালা

  • বাংলাদেশের প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো মন্তব্য করা যাবে না।
  • দেশীয় বা দেশের বাইরের কোনো ব্যক্তি, জাতি, গোষ্ঠী, ভাষা ও ধর্মের প্রতি অবমাননামূলক বা কারও অনুভূতিতে আঘাত দিতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না।
  • মন্তব্যে অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।
  • কাউকে হেয় প্রতিপন্ন করতে অবমাননামূলকভাবে কোনো প্রাণীবাচক নাম দেওয়া যাবে না, নাম বিকৃত করা যাবে না।
  • কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া যাবে না।
  • এমন কোনো নাম বা ছদ্মনাম (ইউজার নেম বা নিক) ব্যবহার করা যাবে না যা উদ্দেশ্যমূলক, আপত্তিকর বা ইঙ্গিতপূর্ণ।
  • মন্তব্যে কোনো লিংক দেওয়া যাবে না।
  • ইংরেজি হরফে বাংলায় মন্তব্য করা যাবে না
  • দৃষ্টিকটু বানান ভুল ও অসম্পূর্ণ বা অসংলগ্ন বাক্যের মন্তব্য প্রকাশ করা হবে না

ebangla.net কর্তৃপক্ষ সাইটে প্রকাশিত যেকোনো মন্তব্য বাতিল করার সম্পূর্ণ অধিকার সংরক্ষণ করে। এটি প্রয়োজন হতে পারে যদি মন্তব্যগুলি অসম্মানজনক, আপত্তিজনক, বা বিভ্রান্তিকর হয়, অথবা যদি তা আমাদের গাইডলাইন বা নীতিমালার বিরুদ্ধে যায়। এই ধরনের নীতি নিশ্চিত করে যে আলোচনা সুস্থ এবং সম্মানজনক থাকে, এবং সকল পাঠকদের জন্য একটি নিরাপদ এবং সমর্থনযোগ্য পরিবেশ বজায় রাখা হয়।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More