অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র ২০২৪

আসসালামু আলাইকুম, আমরা যে কোন প্রতিষ্ঠানে শিক্ষারত অথবা চাকুরীরত থাকি না কেন জীবনে কোন না কোন সময় আমাদের অবশ্যই অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার প্রয়োজন হতে পারে। প্রতিষ্ঠান ভেদে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন হতে পারে। তাই আপনি অসুস্থ অবস্থায় যাতে ছুটির আবেদন পত্র সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন প্রতিষ্ঠানের কাছে তার জন্য সাজানো হয়েছে আমাদের আজকের আর্টিকেল।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

অসুস্থতার জন্য অগ্রিম ছুটির আবেদন, আবার অসুস্থতা থেকে পরিত্রান পাওয়ার পর প্রতিষ্ঠানের কাছে আবেদন পত্র লেখার নিয়ম ভিন্ন হয়ে থাকে। তাই আবেদনপত্র লেখার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন প্রতিষ্ঠানের কাছে আবেদন পত্র লিখছেন এবং আবেদন পত্র লেখার নিয়ম গুলো ঠিক হচ্ছে কিনা। চলুন তাহলে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম

আবেদন পত্র লেখার জন্য একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। নির্দিষ্ট নিয়ম ব্যতীত আবেদন পত্র লিখলে সে আবেদনপত্রের গ্রহণযোগ্যতা থাকে না। অনেকে আবেদন পত্র লেখার সময় চিঠির নিয়ম অনুসরণ করে থাকেন। কিন্তু এই ধরনের আবেদন পত্রের কোন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠানের কাছে নেই। আপনি যে বিষয়েই আবেদনপত্র লেখেন না কেন অবশ্যই নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই লিখতে হবে। অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম গুলো হল:

  • সম্পূর্ণ আবেদন পত্র জুড়ে মার্জিত ভাষা ব্যবহার করতে হবে,
  • আবেদনপত্রের শুরুতে প্রাপকের নাম লিখতে হবে,
  • আবেদনপত্রের উপরের অংশে তারিখ এবং “বরাবর” শব্দটি উল্লেখ করতে হবে,
  • যে বিষয়ে আবেদন পত্র লিখতে যাচ্ছেন সেটি প্রকাশ করতে হবে,
  • আবেদনপত্রের শুরুতে জনাব, মহোদয়, স্যার ইত্যাদি শব্দ উচ্চারণ করতে হবে,
  • সম্পূর্ণ আবেদন পত্রটি চলিত ভাষায় লিখতে হবে,
  • আবেদনের মূল বিষয়বস্তু লেখা হলে নিচের অংশে আবেদনকারীর নাম, পদবি এবং ঠিকানা উল্লেখ করতে হবে।

সাধারণত উপরিউক্ত নিয়ম গুলো অনুসরণ করে সব ধরনের আবেদন পত্র লেখা যায়। আপনি যদি অসুস্থতার জন্য আবেদন পত্র লিখতে চান তাহলে আমাদের নিচের নমুনাগুলো অনুসরণ করতে পারেন।

School অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

স্কুল এবং কলেজে অসুস্থতার জন্য আবেদন পত্র লেখার বিষয়বস্তু প্রায় একই ধরনের হয়ে থাকে। অসুস্থতার জন্য বিদ্যালয় আবেদন পত্র লিখতে হলে সাধারণত প্রধান শিক্ষকের কাছে লিখতে হয়। School অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র যদি লিখতে চান তাহলে আমাদের নিচের নমুনাটি অনুসরণ করতে পারেন:

বরাবর,

প্রধান শিক্ষক,

খুলনা জেলা স্কুল

খুলনা।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠান খুলনা জেলা স্কুল এর ৭ম শ্রেণীর নিয়মিত ছাত্র। আমি গত (০৫/১০/২০২৪) তারিখ হতে (০৮/১০/২০২৪) তারিখ পর্যন্ত অসুস্থতার কারণে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি। আমার তীব্র জ্বর এবং মাথাব্যথার কারণে আমাকে হসপিটালে থাকতে হয়েছে। এমতাবস্থায় আমি আগামীকাল থেকে সুস্থ বোধ করছি। এবং আজ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবারো প্রতিষ্ঠানে ফিরতে পেরেছি।

অতএব, মহাদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে গত ৩ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সু মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

মোঃ শফিকুল ইসলাম,

শ্রেণী: সপ্তম, রোল:০১

খুলনা জেলা স্কুল,

হঠাৎ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র in english

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ইংরেজি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অসুস্থতার জন্য আবেদন পত্র লিখতে হয় ইংরেজিতে। অসুস্থতার জন্য ইংরেজিতে আবেদন পত্র লেখার নিয়ম খুব বেশি কঠিন নয়। হঠাৎ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র in english এর নমুনা নিচে উপস্থাপন করা হলো:

To,

The headmaster,

Rangpur Zilla School,

Rangpur, Bangladesh

Subject: Application for sick leave.

sir,

Please note that I am a 7th standard student of your institution Rangpur District School. I could not attend the institution from last (05/10/2024) till (08/10/2024) due to illness. I had to stay in the hospital because of my high fever and headache. In this case I will feel better from tomorrow. And today I am fully recovered and able to return to the institution.

Therefore, my earnest request to Mahaday is to grant me leave for the last 3 days.

Sincerely,

Md. Shafiqul Islam,

Class: VII, Roll: 01

Rangpur District School,

Rangpur, Bangladesh.

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র pdf

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম pdf আকারের নিজের কাছে সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক সময় পরিবারের কারো অসুস্থতার জন্য অফিসের নিকট থেকে ছুটি নেওয়ার প্রয়োজন হতে পারে। অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র pdf সংগ্রহ করার জন্য আমাদের নিচের নমুনাটি অনুসরণ করতে পারেন:

তারিখ: ০১/০১/২০২৪

বরাবর,

ব্যবস্থাপক,

একেএস ফেব্রিক্স লিঃ,

বিষয়: বাবার অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে ,আমি আপনার আপনার প্রতিষ্ঠানে গত তিন বছর যাবৎ বিশ্বস্ততার সহিত কাজ করে আসছি। কিন্তু গত একমাস যাবত আমার বাবা অসুস্থ থাকায় বিভিন্ন কারণে অফিস থেকে আমার ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমার কমপক্ষে দশ দিন ছুটির প্রয়োজন। কারণ আমার বাবাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে। আমার বাবার এরূপ অসুস্থতায়, প্রতিদিন অফিসে উপস্থিত থাকা আমার পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, আগামী ০৫/০১/২০২৪ তারিখ হতে ১৫/০১/২০২৪ তারিখ পর্যন্ত আমার ছুটি মঞ্জুর করতে আপনার যেন সু মর্জি হয়।

বিনীত নিবেদক,

আনোয়ার ইসলাম,

কম্পিউটার অপারেটর,

টেবিল নং: ৪ (ক)

আইডি নাম্বার: ১২৩৪*****

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কলেজ

তারিখ: ০১/০১/২০২৪

বরাবর,

অধ্যক্ষ,

সুন্দরবন সরকারি কলেজ,

খুলনা, বাংলাদেশ।

বিষয়: অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

জনাব,

বিনীত নিবেদন এই যে ,আমি আপনার আপনার কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র। আপনি জেনে খুশি হবেন যে, আমি কলেজে ভর্তি হওয়ার পর এখনো একদিনও কলেজে অনুপস্থিত হইনি। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে আমার শরীর ভালো যাচ্ছে না। জ্বর এবং মাথা ব্যথায় আমি খুবই নাজেহাল বোধ করছি। এরূপ অবস্থায় ০২/০১/২০২৪ তারিখ হতে ০৫/০১/২০২৪ তারিখ পর্যন্ত আমি কলেজে উপস্থিত থাকতে পারবো না। উক্ত তারিখের মধ্যে আমি যদি সুস্থ বোধ করি তাহলে ছুটি শেষ হওয়ার আগেই আমি কলেজে উপস্থিত থাকবো।

সুতরাং, জনাবের নিকট আমার আকুল আবেদন আমাকে অনুগ্রহপূর্বক ৩ দিনের অগ্রিম ছুটি প্রদান করতে আপনার যেন সুমর্জি হয়।

বিনীত নিবেদক,

আনোয়ার ইসলাম,

মোঃ ফারহান আলমগীর,

ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ,

শাখা: বিজ্ঞান

সুন্দরবন সরকারি কলেজ,

অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন

তারিখ: ০১/০১/২০২৪

বরাবর,

অধ্যক্ষ,

সুন্দরবন সরকারি কলেজ,

খুলনা, বাংলাদেশ।

বিষয়: অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে ,আমি আপনার আপনার কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র। আপনি জেনে খুশি হবেন যে, আমি কলেজে ভর্তি হওয়ার পর এখনো একদিনও কলেজে অনুপস্থিত হইনি। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে আমার শরীর ভালো যাচ্ছে না। জ্বর এবং মাথা ব্যথায় আমি খুবই নাজেহাল বোধ করছি। ঠিক এই সময়ে আমার ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে আমি দুইটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারিনি। শরীর কিছুটা সুস্থ হওয়ার পর আমি বাকি সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ করেছি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমাকে পুনরায় উক্ত দুইটি পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করে ইন্টারমিটের দ্বিতীয় বর্ষে উন্নীত হওয়ার জন্য সাহায্য করতে আপনার যেন মর্জি হয়।

বিনীত নিবেদক,

আনোয়ার ইসলাম,

মোঃ ফারহান আলমগীর,

ইন্টারমিডিয়েট প্রথম বর্ষ,

শাখা: বিজ্ঞান

সুন্দরবন সরকারি কলেজ,

অসুস্থতার জন্য তিন দিনের ছুটির আবেদন পত্র

অসুস্থতার জন্য প্রায়ই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে অথবা চাকরিরত প্রতিষ্ঠানে ছুটির আবেদনপত্র লিখে থাকি। চলুন জেনে নিই কলেজে অসুস্থতার জন্য তিন দিনের ছুটির আবেদন পত্র লেখার নিয়ম:

তারিখ:

বরাবর,

অধ্যক্ষ,

খুলনা সিটি কলেজ,

খুলনা, বাংলাদেশ।

বিষয়: অসুস্থতার জন্য তিন দিনে ছুটি চেয়ে আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের একজন নিয়মিত ছাত্র। আমি বিজ্ঞান বিভাগ থেকে নিয়মিত খুব ভালো ফলাফল করছি। কিন্তু গত ০০-০০-০০০০ তারিখ হতে ০০-০০-০০০০ তারিখ পর্যন্ত আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে কলেজে উপস্থিত থাকতে পারিনি।

অতএব জনবের নিকট আমার সবিনয় নিবেদন, আমাকে উক্ত ছুটি প্রদান করে কলেজের নিয়মিত অধ্যয়ন করার সুযোগ প্রদান করতে আপনার যেন মর্জি হয়।

বিনীত নিবেদক,

মোঃ শফিকুল ইসলাম,

শ্রেণী: ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষ,

রোল: ১৯৩৩১৩

খুলনা সিটি কলেজ।

অসুস্থতার জন্য অফিসে ছুটির আবেদন পত্র বাংলা

তারিখ: ০২/০২/২০২৪

বরাবর,

ব্যবস্থাপক,

আনোয়ার ফেব্রিক্স লিঃ,

বিষয়: মায়ের অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে ,আমি আপনার আপনার প্রতিষ্ঠানে গত ৫ বছর যাবৎ বিশ্বস্ততার সহিত কাজ করে আসছি। কিন্তু গত একমাস যাবত আমার মা অসুস্থ থাকায় বিভিন্ন কারণে অফিস থেকে আমার ছুটি নেওয়ার প্রয়োজন হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমার কমপক্ষে ২০ দিনের ছুটির প্রয়োজন। কারণ আমার মায়ের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে। আমার মায়ের এরূপ অসুস্থতায়, প্রতিদিন অফিসে উপস্থিত থাকা আমার পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, আগামী ০৫/০২/২০২৪ তারিখ হতে ২৫/০২/২০২৪ তারিখ পর্যন্ত আমার ছুটি মঞ্জুর করতে আপনার যেন সু মর্জি হয়।

বিনীত নিবেদক,

আনোয়ার ইসলাম,

কম্পিউটার অপারেটর,

টেবিল নং: ৩ (ক)

আইডি নাম্বার: ১২৩৪*****

অসুস্থতার জন্য অগ্রিম ছুটির আবেদন

অনেকদিন যাবত অসুস্থতা বোধ করলে প্রতিষ্ঠান থেকে কয়েক দিনের ছুটি চেয়ে নেওয়া স্বাভাবিক। কারণ অসুস্থ অবস্থায় প্রতিদিন অফিস কাজ করলে শরীর আরো বেশি অসুস্থ হতে পারে এবং কাজের প্রতিও তেমন মনোযোগ থাকে না। চলুন জেনে নিই অসুস্থতার জন্য অগ্রিম ছুটির আবেদন কিভাবে লিখতে হয়?

তারিখ:

বরাবর,

পরিচালক,

আনোয়ার গ্রুপ অফ কোম্পানি,

বিষয়: অগ্রিম ছুটি চেয়ে আবেদন।

জনাব,

আমি আপনার প্রতিষ্ঠানে গত দুই বছর যাবত বিশ্বস্ততার সহিত এবং খুব নিয়মানুবর্তিতার সাথে কাজ করে আসছি। কিন্তু আপনি ইতিমধ্যে অবগত আছেন যে, আমার স্ত্রী গত এক সপ্তাহ যাবত বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হয়েছে। এরকম অবস্থায় তাকে বাসায় একা রেখে আমার পক্ষে নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। এবং প্রতিষ্ঠানে উপস্থিত থেকেও আমি কাজে মনোননিবেশ করতে পারছি না। এখন প্রতিষ্ঠান থেকে ছুটি নেওয়া ছাড়া আমি আর কোন উপায় দেখছি না।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, আমার পারিবারিক অবস্থা বিবেচনা করে আমাকে অন্তত এক সপ্তাহে ছুটি প্রদান করতে আপনার যেন সু মর্জি হয়।

বিনীত নিবেদক,

আনোয়ার গ্রুপ অফ কোম্পানি,

কম্পিউটার অপারেটর,

মোহাম্মদ নজারুল হক,

টেবিল নং: ৩ (ক)

আইডি নাম্বার: ১২৩৪*****

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিয়ে কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া যেকোনো পদক্ষেপ সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে নিবেন। এই পোস্টের ফলে হওয়া যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More