বাংলা সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়ম ছবিসহ নমুনা ২০২৪

আসসালামু আলাইকুম! আমাদের শিক্ষাগত ব্যক্তিগত এমনকি নাগরিক জীবনে বিভিন্ন কারণে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। আমাদের সবারই কমবেশি বিভিন্ন কাজে দরখাস্ত লেখার প্রয়োজন হতে পারে। তাই দরখাস্ত লেখার নিয়ম জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। দরখাস্ত সম্পূর্ণ ফরমাল ভাবে লেখা হয়। এখানে কোনরকম কাটাকাটি, হাস্যরসাত্মক মূলক কথাবার্তা, নিয়মের হেরফের হলে চলবে না।

দরখাস্ত লেখার নিয়ম

একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করেই দরখাস্ত শুরু করতে হয় এবং শেষ অবধি সেই নিয়ম অনুসরণ করতে হয়। তাই যারা সঠিক ভাবে দরখাস্ত লেখার নিয়ম জানেন না তাদের জন্য আমাদের আজকের পোস্টে দরখাস্ত লেখার নিয়ম ছবিসহ প্রকাশ করছি। আমরা আশা করি আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে আপনাদের দরখাস্ত লেখা নিয়ে আর কোন সমস্যা থাকবে না।

এছাড়াও পড়ুন: অনুপস্থিতির জন্য ছুটির আবেদন প্রধান শিক্ষকের কাছে ২০২৪

দরখাস্ত লেখার নিয়ম pdf/ দরখাস্ত লেখার নিয়ম ২০২৪

একটু দরখাস্ত লেখার সময় শুরু থেকে শেষ পর্যন্ত একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। পরিপূর্ণ নিয়ম ব্যতীত দরখাস্ত লিখলে সেটি অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে না। দরখাস্ত লেখার নিয়ম pdf/ দরখাস্ত লেখার নিয়ম ২০২৪ পড়লে এই নিয়মগুলো সম্পর্কে ধারণা পাবেন।

  • তারিখ: দরখাস্ত লেখার সময় সবার উপরে তারিখ লিখতে হয়। যেদিন দরখাস্ত লিখবেন সেই তারিখই বসাতে হবে। তারিখ নিন্মোক্ত উপায়ে উল্লেখ করতে হবে: ৫ই মার্চ, ২০২৪।
  • প্রাপক: যার নিকট দরখাস্ত লিখছেন তার নাম এবং সে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানে তার যে পদ সেটি উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ: প্রধান শিক্ষক, অধ্যক্ষ, চেয়ারম্যান, জেলা প্রশাসক, ব্যবস্থাপক ইত্যাদি।
  • বিষয়: যে কারণে দরখাস্ত লিখছেন সেই কারণটি এখানে উল্লেখ করতে হবে।
  • সম্মান সূচক শব্দ: দরখাস্তের এই পর্যায়ে যান নিকট দরখাস্ত লিখছেন তাকে হুজুর, জনাব, মহোদয় এরূপ নামে সম্বোধন করতে হবে।
  • আবেদনপত্রের বডি: খুবই সংক্ষিপ্ত কথা এবং মার্জিত ভাষা ব্যবহার করে আবেদন পত্রের বডি সাজাতে হবে।
  • প্রেরকের পরিচয় ও ঠিকানা: আবেদনপত্রের বডি লেখা শেষ হলে নিচের অংশে যে আবেদন পত্রটি লিখছে তার পরিচয় এবং ঠিকানা উল্লেখ করতে হবে।

 পরবর্তীতে, যদি কোন দরখাস্ত কোন কাগজপত্র সংযুক্তির প্রয়োজন পড়ে তাহলে নিচের সর্বশেষ অংশে কাগজপত্র গুলো সংযুক্ত করা যাবে।

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম

স্কুলে পড়ুয়া শিক্ষার্থীদের অনেক সময় প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হয়। চলুন এক নজরে দেখে আসি প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম কি কি?

৭ই আগস্ট, ২০২৪

বরাবর

লালমাটিয়া সরকারি বালিকা বিদ্যালয়,

লালমাটিয়া, ঢাকা বাংলাদেশ।

বিষয়: ছাত্র কল্যাণ তহবিল হতে আর্থিক সাহায্যের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হয়ে থাকি। প্রতিবারের ন্যায় এবারও ৭ম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী হয়েছি।

আমার পিতা একজন সাধারণ সরকারি কর্মকর্তা। আমরা মোট ছয় ভাইবোন। ৮ জনের এই বড় পরিবারে আমরা ছয় ভাই বোনই লেখাপড়া করি। এরূপ অবস্থায় সংসারের খরচ মিটিয়ে আমাদের ভাই-বোনদের লেখাপড়া চালিয়ে নেওয়া আমার বাবার একার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি যদি বিদ্যালয়ের কাছ থেকে কোনরকম সাহায্য না পাই তাহলে আমার পড়ালেখা বন্ধের উপক্রম হয়েছে।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন আমাকে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাধ্যমত আর্থিক সাহায্য প্রদান করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক-

আপনার একান্ত অনুগত ছাত্রী

সাদিয়া আমান

শ্রেণী: ৭ম

রোল: ০১

অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম

অভিযোগ-দরখাস্ত-লেখার-নিয়ম

জীবনে চলার পথে আমরা নানারকম বিপদে পড়ি। এরূপ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের পুলিশের কাছে অভিযোগ দরখাস্ত লিখতে হতে পারে। চলুন জেনে নেই অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম:

বরাবর,

অফিস ইনচার্জ,

রমনা থানা, ঢাকা।

বিষয়: মোবাইল চুরি হওয়া সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি তিথি সাহা, আমার পিতা কার্তিক সাহা, এবং আমার মাতার নাম সোমা সাহা। আমার গ্রামের নাম: তিলক, থানার নাম: রুপসা এবং জেলার নাম: খুলনা। আজ ০২/০১/২০২৪ তারিখে থানায় এসে এই মর্মে জানাচ্ছি যে, গত ০১/০১/২০২৪ তারিখে‌ দুপুর ২ টায় খুলনা জেলা শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আমার মোবাইল ফোনটি ছিনতাই হয়েছে। যারা মোবাইল ফোনটি ছিনতাই করেছে তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না। মোবাইলে আমার অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং শিক্ষা সংক্রান্ত যাবতীয় সবকিছুই রয়েছে। এটুক অবস্থাই মোবাইল ফোন ছাড়া আমি বিভিন্ন রকম সমস্যায় পড়ছি।

অতএব, মহোদয় নিয়োগ কোট আমার আকুল আবেদন, আমার উপরিউক্ত অভিযোগটি গুরুত্বের সাথে বিবেচনা করে আই নানক ব্যবস্থা গ্রহণ করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক,

মোঃ শামীমুর রহমান,

মোবাইল নাম্বার:……017

অফিসিয়াল ছুটির দরখাস্ত লেখার নিয়ম

অফিসিয়াল ছুটি চাওয়ার জন্য অবশ্যই একটি অফিসিয়াল ছুটির দরখাস্তের প্রয়োজন রয়েছে। দরখাস্ত ব্যতীত সাধারণত কোন অফিস থেকে ছুটি নেওয়া যায় না। তাই অফিসিয়াল ছুটি নেওয়ার সময় আপনাকে জানতে হবে অফিসিয়াল ছুটির দরখাস্ত লেখার নিয়ম

৫ই জুলাই, ২০২৪

বরাবর

ব্যবস্থাপনা পরিচালক,

এ কে জেড ইন্টারন্যাশনাল কোম্পানি।

বিষয়: ব্যক্তিগত কারণে ছুটির আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে গত পাঁচ বছর সম্মানের সহিত কাজ করে চলেছি। আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে, ‌আমি নিয়মিতই অফিসে উপস্থিত হই এবং যথাসময়ে সকল কাজ সম্পূর্ণ করে থাকি। আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য আমাদের পাশের দেশ ভারতে নিয়ে যেতে হবে। এজন্য আগামী ১০ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত আমি অফিসে উপস্থিত থাকতে পারবো না।

অতএব, জানাবেন নিকট আমার আকুল আবেদন এই যে আমাকে উক্ত দশ দিনে ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক-

মোঃ শফিকুল ইসলাম,

মার্কেটিং ম্যানেজার

মোবাইল নং: ০১৭৩৬……

ক্ষমা চেয়ে দরখাস্ত লেখার নিয়ম

তারিখ : ০২/০৭/২০২৪ ইং

বরাবর,

এডমিন

একেএস ফেব্রিক্স, মিরপুর, ঢাকা।

বিয়ষ : ভুল স্বীকারক্তি ও ক্ষমার আবেদন।

জনাব,

যথাবিহিত সম্মান নিদর্শন করে জানাচ্ছি যে, আমি আপনার স্বনামধন্য প্রতিষ্ঠান একেএস ফেব্রিক্স এ গত পাঁচ বছর সুনামের সাথে চাকরি করে আসছি। কিন্তু আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে, গতকাল অর্থাৎ ০১/০৭/২০২৪ তারিখে আমার কিছুটা অসচেতনতার জন্য আপনার প্রায় ৫০ হাজার টাকার একটি বিদেশি বায়ারের প্রজেক্ট নষ্ট হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাকে গতকাল অফিস করতে এক মাসের সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এবং আমার এক মাসের বেতন কেটে নেওয়া হয়েছে। আমি স্বীকার করছি আমার অসচেতনতার জন্য আপনার কোম্পানি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমি নিজের ভুল বুঝতে পেরে কোম্পানি সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার সকল দোষ ক্ষমা করে আমাকে আপনার প্রতিষ্ঠানে উক্ত পদে বহাল রাখুন এবং আমাকে অফিসে প্রবেশের অনুমতি প্রদান করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক

নাম : মো. শামীম হোসেন

কাজ /পদবি : মার্কেটিং অফিসার

প্রতিষ্ঠান : একে এস ফেব্রিক্স লিমিটেড, মিরপুর, ঢাকা।

মোবাইল : +৮৮০ ১৭৩****

স্কুল দরখাস্ত লেখার নিয়ম

স্কুলে প্রধান শিক্ষকের নিকট কিভাবে ছাত্র কল্যাণ তহবিল থেকে সাহায্য প্রার্থনার জন্য আবেদন করতে হয় তা আমরা ইতোমধ্যে নমুনা সহকারে আপনাদের সামনে তুলে ধরেছি। চলুন এবার দেখে নেই অসুস্থতার জন্য ছুটি চেয়ে স্কুল দরখাস্ত লেখার নিয়ম কেমন হবে সে সম্পর্কে।

৭ই আগস্ট, ২০২৪

বরাবর

লালমাটিয়া সরকারি বালিকা বিদ্যালয়,

লালমাটিয়া, ঢাকা বাংলাদেশ।

বিষয়: অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি আপনার বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হয়ে থাকি। প্রতিবারের ন্যায় এবারও ৭ম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী হয়েছি।

আমি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকলেও, গত কয়েকদিন যাবত শরীরে দুর্বলতা অনুভব করছিলাম। কিন্তু গতকাল ডাক্তারের নিকট থেকে সকল রকমের পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারি আমি টাইফয়েড জ্বরে আক্রান্ত। এরকম অবস্থায় আমার বিদ্যালয়ে এসে পড়ায় মনোনিবেশ করা একেবারেই সম্ভব হচ্ছে না।

তাই মহোদয়ের নিকট আমার আকুল আবেদন, আমার অসুস্থতার বিষয়টি বিবেচনা পূর্ব আমাকে উত্তর দশ দিনের ছুটি মঞ্জুর করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক,

তিথি সাহা,

লালমাটিয়া সরকারি বালিকা বিদ্যালয়,

শ্রেণী: ৭ম

রোল: ০১

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

শিক্ষাজীবন শেষ করার পর সবাই একটি চাকরির জন্য মরিয়া হয়ে ওঠে। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন পত্র লিখতে হয়। তবে আবেদন পত্রটি যদি সঠিক নিয়মে লেখানো হয় তাহলে তা চাকরি পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরায়। চলুন জেনে নেই চাকরির দরখাস্ত লেখার নিয়ম:

৫ই জুলাই, ২০২৪

বরাবর

সাধারণ ব্যবস্থাপক

কনটেক্স ফেব্রিক্স লিমিটেড

কারওয়ানবাজার, ঢাকা

বিষয়: মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ৪ই ফেব্রুয়ারী দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পদে কয়েকজন লোকবল নিয়োগ দিতে চলেছেন। আমি মার্কেটিং ম্যানেজার পদের জন্য আবেদন করছি। এবং একজন প্রার্থী হিসেবে আপনার জ্ঞাতার্থে আমার জীবনবৃত্তান্ত আপনার নিকট তুলে ধরলাম।

নাম:

পিতার নাম:

মাতার নাম:

বর্তমান ঠিকানা:

স্থায়ী ঠিকানা:

জাতীয়তা:

ধর্ম:

বৈবাহিক অবস্থা:

ইমেইল এড্রেস:

মোবাইল নম্বর:

শিক্ষাগত যোগ্যতা:

(এসএসসি থেকে অনার্স অথবা মাস্টার্স পর্যন্ত আপনি কত সালে কোন পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার ফলাফল কি, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তা একটি ছকের মাধ্যমে তুলে ধরুন।)

অভিজ্ঞতা ও দক্ষতা:

(আপনার যদি পূর্বে কোথাও চাকরির অভিজ্ঞতা থাকে অথবা আপনি যে প্রতিষ্ঠানে কাজ করতে চাচ্ছেন সে বিষয়ে যদি কোন দক্ষতা থাকে তাহলে এই অপশনে নিয়ে লিখে ফেলুন)। উদাহরণস্বরূপ:

  • আমি এ কেজেড ফেব্রিক্স লিমিটেডের ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মার্কেটিং ম্যানেজার পদে আসীন ছিলাম।
  • মাইক্রোসফট এক্সেলে ও পাওয়ার পয়েন্ট ছাড়াও কম্পিউটারের যাবতীয় খুঁটিনাটি কাজে পারদর্শী।

অতএব, জানাবেন নিকট আমার আকুল আবেদন এই যে, আমার জীবন বৃত্তান্ত পর্যালোচনা করে উক্ত শূন্য পদে আমাকে আসীন করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক,

মোঃ শামীমুর রহমান,

কারোয়ান বাজার, ঢাকা, বাংলাদেশ।

চেয়ারম্যানের কাছে দরখাস্ত লেখার নিয়ম

নাগরিক জীবনে বিভিন্ন সমস্যা মেটানোর জন্য অনেক সময় গ্রামের চেয়ারম্যান এর কাছে আবেদন পত্র লিখতে হয়। চলুন জেনে নেই চেয়ারম্যান এর কাছে দরখাস্ত লেখার নিয়ম:

০৬ই জুলাই, ২০২৪

বরাবর

চেয়্যারম্যান

রুপসা, খুলনা।

বিষয়: টিউবওয়েল সংস্থাপনের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার দায়িত্ব রূপসা, খুলনা অঞ্চলের একজন দায়িত্বশীল নাগরিক। প্রথম থেকে আমাদের এই গ্রামে টিউবয়েলের সংখ্যা খুবই কম। সুদীর্ঘ ১ কিলোমিটার এর মধ্যে টিউবয়েলের সংখ্যা সর্বোচ্চ একটি। কিন্তু আজ তিন মাস যাবত এই টিউবয়েল গুলোর মধ্যে বেশিরভাগ টিউবয়েল নষ্ট হয়ে রয়েছে। এরূপ অবস্থায় গ্রামের তীব্র সুপেয় পানির সংকট সৃষ্টি হয়েছে। তাই আপনার নিকট গ্রামবাসীর আবেদন, কমপক্ষে দুইটি টিউবয়েল গ্রামবাসীকে আপনি যেন তাদের প্রদান করতে সমর্থ হন।

অতএব মহোদয়ের নিকট তিলক গ্রামবাসীর আকুল আবেদন এই যে, এলাকায় যত দ্রুত সম্ভব অন্তত দুইটি টিউবওয়েল স্থাপন করে গ্রামবাসীকে পানির সমস্যা থেকে মুক্তি দিতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক,

মোঃ শামিমুর রহমান

গ্রাম: তিলক, ওয়ার্ড নম্বর:০৪।

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিয়ে কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া যেকোনো পদক্ষেপ সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে নিবেন। এই পোস্টের ফলে হওয়া যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More