অনুপস্থিতির জন্য ছুটির আবেদন প্রধান শিক্ষকের কাছে ২০২৪

আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি অথবা আমরা যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেই প্রতিষ্ঠানের কাছে অনেক সময় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার প্রয়োজন হতে পারে। এছাড়াও স্কুল এবং কলেজ পর্যায়ে অনেক সময় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার দরকার হয়। আমাদের আজকের পোস্টে আমরা প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম, বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির আবেদন, কলেজে ‌অনুপস্থিতির জন্য অধ্যক্ষের নিকট আবেদন, অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র, ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম, বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখার নিয়ম আপনাদের সামনে তুলে ধরবো।

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

আশা করি আমাদের আজকের পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনাদের অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লেখা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। চলুন তাহলে আবেদনপত্র গুলোর নমুনা দেখে নেওয়া যাক:

এছাড়াও: পড়ুন: আবেদন পত্র লেখার নিয়ম | দরখাস্ত লেখার নিয়ম বাংলা

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার সময় নির্দিষ্ট কিছু নিয়ম অনুসরণ করতে হবে। চলুন জেনে নেই নিয়ম গুলো কি?

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম
  • লেখার ভেতর কোনো রকম কাটাকাটি করবেন না,
  • খুব সংক্ষেপে মূল বিষয় তুলে ধরার চেষ্টা করুন,
  • দরখাস্তের মধ্যে একাধিক বানান ভুল গেলে দরখাস্ত টি বাতিল করে পুনরায় লিখুন,
  • দরখাস্ত শুরু করার সময় জনাব/ মহোদয় ইত্যাদি বলে সম্বোধন করুন,
  • দরখাস্তের উপরে তারিখ উল্লেখ করুন,
  • আপনি কোন ক্লাসের ছাত্রী এবং রোল কত তার নিচের অংশ উল্লেখ করুন।

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রধান শিক্ষকের কাছে ছুটির দরখাস্ত

তারিখঃ ১৩ সেপ্টম্বর, ২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক

বাঐডাঙ্গা (বি. এল) মাধ্যমিক বিদ্যালয়,

লখপুর, বাগেরহাট

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি গত ৫ সেপ্টম্বর, ২০২৪ তারিখ হতে ১২ সেপ্টম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত প্রচন্ড জ্বর এবং মাথা ব্যথার কারণে বিদ্যালয় উপস্থিত থাকতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার উক্ত শারীরিক অসুস্থতার কথা মানবিকভাবে চিন্তা করে আমাকে গত ৮ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র

তিথি সাহা,

শ্রেণীঃ ৮ম

বিভাগঃ ব্যবসায় শিক্ষা

রোল নং ০১।

কলেজে ‌অনুপস্থিতির জন্য অধ্যক্ষের নিকট আবেদন

স্কুল এবং কলেজে দরখাস্ত লেখার নিয়ম প্রায় একই ধরনের। মাঝখানে কিছুটা পরিবর্তন আনলেই কলেজে অনুপস্থিতির জন্য অধ্যক্ষের নিকট আবেদন খুব সহজেই লেখা যায়। চলুন অধ্যক্ষের নিকট আবেদন লেখার একটি নমুনা দেখে নেওয়া যাক:

তারিখঃ ১০ এপ্রিল ২০২৪

বরাবর,

অধ্যক্ষ

রূপসা মহিলা কলেজ,

নৈহাটি, রুপসা, খুলনা।

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের ব্যবসায়িক শিক্ষা বিভাগের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন নিয়মিত ছাত্রী। আমি গত ৫ এপ্রিল ২০২৪ তারিখ হতে ১০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত কলেজে উপস্থিত হতে পারিনি। আমার অনুপস্থিতির কারণ হলো আমি শারীরিকভাবে খুবই দুর্বলতা অনুভব করছিলাম এবং কিছুদিন যাবত পেটের পীড়ায় ভুগছিলাম। তাই আমার পক্ষে গত ছয় দিন কলেজে উপস্থিত থাকা সম্ভব হয়নি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার উক্ত শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে গত ৬ দিনের ছুটি প্রদান করার জন্য আপনার যেন মর্জি হয়।

বিনীত নিবেদক,

আপনার কলেজের নিয়মিত ছাত্রী,

তিথি সাহা,

ইন্টার ফাস্ট ইয়ার,

বিভাগঃ বাণিজ্য,

রোল নং- ১৯৩৩১৩।

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র

স্কুল বা কলেজের জন্য আপনি যদি অফিস থেকে বিনা অনুমতিতে ছুটি কাটান তাহলে অফিসে যোগদানের পূর্বে আপনাকে একটু দরখাস্ত ব্যবস্থাপনা পরিচালকের নিকট জমা দিতে হবে। অনেক সময় এরূপ দরখাস্ত গুলো ম্যানেজারের নিকট জমা দেওয়ার প্রয়োজন পড়ে। স্কুল-কলেজের দরখাস্ত লেখার নিয়ম অনেকে জানলেও অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয় তা অনেকেই জানেন না। চলুন তাহলে অফিসে আবেদনপত্র কিভাবে লিখবেন তার একটি নমুনা দেখে নেওয়া যাক:

তারিখঃ ১০ এপ্রিল ২০২৪

বরাবর,

ব্যবস্থাপনা পরিচালক,

এ কে এস ফেব্রিক্স ডটকম,

মিরপুর-ঢাকা বাংলাদেশ।

বিষয়ঃ অফিসে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে গত পাঁচ বছর ধরে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছি। কিন্তু গত ৫ এপ্রিল ২০২৪ তারিখ আমি অফিসে কাজ করতে করতে অসুস্থতা বোধ করি। ওই সময়েই আমি অফিস থেকে প্রস্থান করি এবং গত ৬ এপ্রিল ২০২৪ হতে ১০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে পারিনি।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে গত  ৬ এপ্রিল ২০২৪ হতে ১০ এপ্রিল ২০২৪ ছুটি মঞ্জুর করতে আপনার যেন আজ্ঞা হয়।

নিবেদক,

মোহাম্মদ রফিকুল ইসলাম,

সিনিয়র এক্সিকিউটিভ,

টেবিল নাম্বার: ০৩অ

আইডি নাম্বার: ৫৬৭*****

মাদ্রাসায় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

স্কুল এবং মাদ্রাসায় আবেদন পত্র লেখার নিয়ম কিছুটা ভিন্ন ধরনের। আপনারা যাতে সহজেই মাদ্রাসায় অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লিখতে পারেন তার জন্য একটি নমুনা তুলে ধরা হলো:

বরাবর

অধ্যক্ষ

জামেয়া আমিনা সুন্নিয়া আলিয়া, খুলনা।

রুপসা, খুলনা, বাংলাদেশ।

বিষয় : অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন।

মহোদয়,

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মাসনুন সালাম ও যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আপনার প্রসিদ্ধ মাদরাসার আলিম প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্রী। আমি গত ৫ এপ্রিল ২০২৪ শ্রেণী শিক্ষকের কাছ থেকে সম্মতি নিয়ে আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে বাড়ি গিয়েছিলাম। আমি গত শুক্রবার মাদ্রাসায় উপস্থিত থাকার চেষ্টা করলেও মাদরাসায় ফেরার আগেই, আমি প্রচণ্ড ভাবি শারীরিক অসুস্থতা অনুভব করি। আমি গত  ৫ এপ্রিল ২০২৪ তারিখ হতে ১০ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে পাঁচ দিন মাদরাসায় অনুপস্থিত ছিলাম। আমি গতকাল আরোগ্য লাভ করেছি, এবং আজ আমি মাদ্রাসায় উপস্থিত হয়েছি।

অতএব আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, উল্লিখিত আমার শারীরিক অবস্থা বিবেচনা করে অনুপস্থিত দিনগুলো ছুটি মঞ্জুর করতে আমার প্রতি সদয় হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সর্বশেষে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি।

নিবেদক

মুহাম্মদ শামিমুল হাসান,

রোল নং : ০১

শ্রেণি: আলিম প্রথম বর্ষ

তারিখ : ১০ এপ্রিল ২০২৪।

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন ইংরেজিতে

Date : 10 April, 2024

To,

Rupsha girls college,

Rupsha, Khulna, Bangladesh.

Subject: application for sick leave.

Dear sir/madam

I want to inform you that I am a student at your college in the intermediate 1st year. I try to come to college regularly. But for the last few days I have been suffering from a severe  headache. I want to go to college but it is not possible. My doctor advised me that I should take rest and recover appropriately before continuing to college. And I attached my doctor report in the application for your reference.

Sir, in the circumstances, I want to pray that you  Kindly grant me leave for 5 days. Lastly, I am waiting for your approval.

Thanks for consideration.

Yours sincerely,

Tithi Saha

Roll:01,

Class: Intermediate 1st year.

Contact number: 016******

পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন

বিদ্যালয়ে অথবা কলেজে ছুটির আবেদন করার অন্যতম আরেকটি কারণ হতে পারে পারিবারিক সমস্যা। পারিবারিক সমস্যার কারণে অনেক শিক্ষার্থীরাই ৫ থেকে সাত দিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারেন না। এমতাবস্থায় আগে থেকে প্রতিষ্ঠানে বলে রাখা সম্ভব নয়। তাই বিদ্যালয়ে আবার যোগদান করার সময় অবশ্যই প্রধান শিক্ষকের নিকট পারিবারিক সমস্যার জন্য ছুটির আবেদন লেখার দরকার হয়ে থাকে। তাই আমরা এরূপ সমস্যা কিভাবে দরখাস্ত লিখবেন তার একটি নমুনা প্রদর্শন করছি:

তারিখঃ ১৩ সেপ্টম্বর, ২০২৪

বরাবর,

প্রধান শিক্ষক

বাঐডাঙ্গা (বি. এল) মাধ্যমিক বিদ্যালয়,

লখপুর, বাগেরহাট

বিষয়ঃ পারিবারিক সমস্যার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি গত ৫ সেপ্টম্বর, ২০২৪ তারিখ হতে ১২ সেপ্টম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত আমি বিদ্যালয় উপস্থিত থাকতে পারিনি। আমার বাবা শারীরিকভাবে অসুস্থ থাকায় আমার মায়ের পক্ষে একা সবকিছুর সামলে ওঠা সম্ভব হচ্ছিল না। তাই পারিবারিক সমস্যার কারণে আমি গত এক সপ্তাহ বিদ্যালয় উপস্থিত থাকতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন আমার উক্ত শারীরিক অসুস্থতার কথা মানবিকভাবে চিন্তা করে আমাকে গত ৮ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র

তিথি সাহা,

শ্রেণীঃ ৮ম

বিভাগঃ ব্যবসায় শিক্ষা

রোল নং ০১।

বড় বোনের বিবাহ উপলক্ষে অনুপস্থিতির জন্য ছুটি চেয়ে আবেদন

তারিখ ০৫/০৩/২০২৪ ইং

বরারব

প্রধান শিক্ষক

রুপসা মাধ্যমিক বিদ্যালয়,

তিলোক, রুপসা, খুলনা।

বিষয়: বড় বোনের বিবাহ উপলক্ষে অগ্রীম ছুটির জন্য আদেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই  যে , আমি আপানার বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর একজন নিয়মিত ছাত্রী। এবার সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে পদার্পণের সময় আমি প্রথম স্থান অধিকার করেছি। খুব শীঘ্রই আগামী ০৮/০৩/২০২৪ তারিখে আমার বড় বোনের বিয়ে অনুষ্ঠিত হবে । বিয়ের আগে ও পরে আত্মীয় স্বজনের উপস্থিতি এবং পারিবারিক আনন্দের কারণে আগামী ০৬/০৩/২০২৪ থেকে ১০/০৩/২০২৪ তারিখ পর্যন্ত আমার ছুটি গ্রহন অত্যন্ত প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার পারিবারিক আনন্দ অনুষ্ঠান এবং আমার বড় বোনের বিয়ের কথা বিবেচনা করে আমাকে উক্ত ছুটি প্রদান করতে আপনার যেন মর্জি হয়।

নিবেদক

আপনার একন্ত আনুগত ছাত্রী

নাম: তিথি সাহা,

রোল:০১

শ্রেনী: নবম।

ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

যেকোনো প্রতিষ্ঠানের নিকট আবেদনপত্র লিখতে হলে কয়েকটি বিষয় মনে রাখা উচিত। সেগুলো হলো:

  • উপরের অংশ তারিখ উল্লেখ করতে হবে
  • প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে,
  • ছুটির জন্য নির্দিষ্ট কারন উল্লেখ করতে হবে,
  • কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ছুটি নিতে চাচ্ছে অথবা নিয়েছেন তা বিস্তারিত উল্লেখ করুন,
  • ছুটি চাওয়ার সময় প্রার্থনা নিবেদন করুন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১) ছুটির আনুষ্ঠানিক আবেদন কিভাবে লিখতে হয়?

উঃ ম্যানেজারের নাম, ছুটি শুরু তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত অনুপস্থিতির ছুটির অনুরোধ করতে হবে। ছুটির নির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। আপনি ছুটি নেওয়ার পর আপনার যে কাজগুলো বাকি ছিল সেগুলো পরবর্তীতে সম্পাদন করেছেন কিনা তা আবেদন পত্রের মাধ্যমে জানান।

২) কলেজে ছুটি নেওয়ার জন্য ছুটির চিঠি কিভাবে লিখতে হয়?

উঃ কলেজ থেকে ছুটি নেওয়ার জন্য অধ্যক্ষের বরাবর আবেদন পত্র লিখবেন, ছুটি নেওয়ার কারণ উল্লেখ করবেন, এবং ছুটি কতদিন নিয়েছেন তা উল্লেখ করুন। বিস্তারিত জানার জন্য আমাদের উপরের লেখাটুকু সম্পূর্ন পড়ুন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিয়ে কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া যেকোনো পদক্ষেপ সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে নিবেন। এই পোস্টের ফলে হওয়া যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More