২০২৪ সালের সরকারি ও বেসরকারি ছুটির তালিকা

নতুন বছরে পুরানো সব কিছুকে বিদায় জানিয়ে নতুন উদ্দীপনা নিয়ে সবকিছু শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকার ২০২৪ সালে মোট ১৪ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এবং নির্বাহী আদেশে অতিরিক্ত ৮‌ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। তাহলে ২০২৪ সালে সরকারি হিসাব মতে মোট ২২ দিন ছুটি থাকবে।

সরকারি ছুটির তালিকা

মন্ত্রিসভার মাধ্যমে এ প্রস্তাবনা গৃহীত হয়েছে। সরকারি ছুটির তালিকা ২০২৪ এর আওতায় থাকবে স্বায়ত্তশাসিত এবং আধা – বেসরকারি প্রতিষ্ঠান। এছাড়া এই ছুটির আওতায় থাকবে আধা বেসরকারি অফিস এবং সরকারি সব ধরনের অফিস। এবং নতুন এই বছরের দুটি শুক্রবার সরকারি ছুটির দিনের ভেতরে পড়েছে।

মন্ত্রিসভার এ প্রস্তাবনায় বলা হয়েছে, প্রতিটি কর্মচারী তার ধর্ম অনুযায়ী বছরে তিনটি ঐচ্ছিক ছুটি পাবে। তবে যেসব অফিস তাদের নিজস্ব নিয়ম কানুণে চালিত হয় তারা তাদের কর্মচারীদের বিবেচনা ছুটি ঘোষণা করতে পারবে। চলুন তাহলে সরকারি ছুটির তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিত জেনে নেই:

সরকারি ছুটির তালিকা ২০২৪

সরকারি ছুটির তালিকা ২০২৪
সরকারি ছুটির তালিকা ২০২৪

চিত্রে প্রকাশিত বর্ষপঞ্জি তে সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং বিভিন্ন ধর্মের ঐচ্ছিক ছুটি সন্নিবেশিত রয়েছে। চলুন সরকারি ছুটির তালিকা ২০২৪ সম্পর্কে বিস্তারিতভাবে জানা নেই:

২০২৪ সালের সাধারণ ছুটি

সাধারণ ছুটির তারিখকারণ
২১ ফেব্রুয়ারি ২০২৪ বুধবারশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ সোমবারশব-ই-বরাত
১৭ মার্চ ২০২৪ রবিবারজাতির পিতার জন্মবার্ষিকী
২৬ মার্চ ২০২৪ মঙ্গলবারস্বাধীনতা দিবস
৫ এপ্রিল ২০২৪ (শুক্রবার)জুমাতুল বিদা
১০ এপ্রিল ২০২৪ (বুধবার)ঈদুল ফিতর
১১ এপ্রিল ২০২৪ (বৃহস্পতিবার)ঈদুল ফিতর
১২ এপ্রিল ২০২৪ (শুক্রবার)ঈদুল ফিতর
১৪ এপ্রিল ২০২৪ (রবিবার)পহেলা বৈশাখ
১ মে ২০২৪ (বুধবার)মে দিবস
২২ মে ২০২৪ (বুধবার)বুদ্ধ পূর্ণিমা
১৬ জুন ২০২৪ (রবিবার)ঈদুল আযহা
১৭ জুন ২০২৪ (সোমবার)ঈদুল আযহা
১৮জুন ২০২৪ (মঙ্গলবার)ঈদুল আযহা    

এছাড়া আরো কিছু সাধারণ ছুটি হল:

১৫ ই আগস্ট ২০২৪: জাতীয় শোক দিবস।

২৬ শে আগস্ট: জন্মাষ্টমী।

১৬ সেপ্টেম্বর: ঈদ – ই- মিলাদুন্নবী।

১৩ ই অক্টোবর: শারদীয় দুর্গাপূজা।

১৬ই ডিসেম্বর: জাতীয় বিজয় দিবস।

২৫শে ডিসেম্বর: যীশু খ্রীষ্টের জন্মদিন।

নির্বাহী আদেশে সরকারি ছুটি ২০২৪

২৬ শে ফেব্রুয়ারি: শব-ই- বরাত।

৭ এপ্রিল : শব – ই – কদর।

১৪ ইং এপ্রিল: বাংলা নববর্ষ।

১৬ জুলাই এবং ১৮ জুলাই: ঈদুল আযহার আগে ও পরের দিন। তবে এটি সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে।

১৭ জুলাই:  আশুরা।

ঐচ্ছিক ছুটির মুসলিম পর্ব

৯ ই ফেব্রুয়ারি:  শব- ই – মিরাজ

১৩ই এপ্রিল: ঈদুল ফিতরের তৃতীয় দিনের বন্ধ।

১৯ শে জুন: ঈদুল আযহার তৃতীয় দিন।

৪ ঠা সেপ্টেম্বর: আখেরি চাহার সোম্বা।

১৫ ই অক্টোবর: ফাতেমা – ই- ইয়াজদাহম।

ঐচ্ছিক ছুটি হিন্দু পর্বের

১৪ ইং ফেব্রুয়ারি:  সরস্বতী পূজা।

৮ই মার্চ : শিবরাত্রি ব্রত।

২৫ শে মার্চ:  দোলযাত্রা।

৬ই এপ্রিল: হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি।

২ রা অক্টোবর: মহালয়া।

১১,১২ অক্টোবর: দুর্গাপূজার অষ্টমী এবং নবমীর দিন।

১৬ ই অক্টোবর:  লক্ষ্মী পূজা।

৩১ শে অক্টোবর: শ্রী শ্রী শ্যামা পূজা।

ঐচ্ছিক ছুটির খৃষ্টান পর্ব

১ জানুয়ারি:  ইংরেজি নববর্ষ।

১৪ ফেব্রুয়ারি:  ভষ্ম বুধবার।

২৮ শে মার্চ:  পূর্ণ বৃহস্পতিবার।

২৯ শে মার্চ:  পুণ্য শুক্রবার।

৩০ শে মার্চ:  পুণ্য শনিবার।

৩১ শে মার্চ:  ইস্টার সানডে ।

২৪, ২৬ ডিসেম্বর: যিশুখ্রিস্টের জন্মদিন এর আগের দিন এবং পরের দিন। এই দিনটিকে খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ঐচ্ছিক ছুটি বৌদ্ধ পর্বের

১৩ ই ফেব্রুয়ারি: মাঘী পূর্ণিমা ( এই দিনটি অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভর করবে)।

১৩ ই এপ্রিল:  চৈত্র সংক্রান্তি।

২০ জুলাই : আষাঢ়ি পূর্ণিমা। (এই ছুটিটিও অবশ্যই চাঁদ দেখার উপর নির্ভর করবে)।

১৬ ই সেপ্টেম্বর: মধু পূর্ণিমা। (এই দিনটি ও সম্পূর্ণরূপে চাঁদ দেখার উপর নির্ভর করবে)।

১৬ই অক্টোবরণ:  প্রবারনা পূর্ণিমা ( চাঁদ দেখার উপর নির্ভর করবে) ।

বিভিন্ন ধর্মের ঐচ্ছিক ছুটি গুলো সাধারণত চাঁদ দেখার উপর নির্ভরশীল। ছুটির দিন যেদিন নির্ধারণ করা হয়েছে চাঁদ দেখা না গেলে সাধারণত পরের দিন ছুটি ঘোষিত হয়। কিছু ঐচ্ছিক ছুটি রয়েছে যেগুলো আদিবাসীদের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

তার মধ্যে উল্লেখযোগ্য হলো: চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের আদিবাসীদের বৈসাবি অনুষ্ঠান। এই দিনটি অর্থাৎ ১২ এবং ১৫ এপ্রিল জাতীয় ছুটির তালিকায় রয়েছে। অর্থাৎ সরকারি ছুটির তালিকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সামাজিক অনুষ্ঠান স্বীকৃতি পেয়েছে। আশা করছি, সরকারি ছুটির তালিকা ২০২৪ সম্পর্কে আপনারা অবগত হয়েছেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৪ প্রকাশিত হয়েছে। শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত ছুটি সরকারি এবং বেসরকারি স্কুলের জন্য প্রযোজ্য হবে। এ তালিকা অনুযায়ী ২০২৪ সালে সরকারি ছুটি এবং সব ধরনের সংরক্ষিত ছুটি মিলিয়ে মোট শিক্ষাপ্রতিষ্ঠান ৭১ দিন বন্ধ থাকবে। ২০২৩ সালের ১২ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এ বিজ্ঞাপন জারি করা হয়েছে।

ছুটির কারণছুটির তারিখ এবং দিনবাংলা তারিখছুটির পরিমাণ
শবে ই মেরাজ০৯ ফ্রেব্রুয়ারি, শুক্রবার, ২০২৪২৬ মাঘ ১৪৩০এই দিন প্রাথমিক বিদ্যালয়ে কোন ছুটি থাকবে না।
শ্রী শ্রী স্বরসতী পূজা১৪ ফ্রেব্রুয়ারি, বুধবার ২০২৪০১ ফাল্গুন ১৪৩০১ দিন
শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস২১ ফ্রেব্রুয়ারি, বুধবার ২০২৪০৮ ইং ফাল্গুন ১৪৩০১ দিন
মাঘী পূর্ণিমা২৩ ফ্রেব্রুয়ারি, শুক্রবার, ২০২৪১০ ফাল্গুনএই দিন প্রাথমিক বিদ্যালয়ে কোন ছুটি নেই।
শবে ই বরাত২৬ ফ্রেব্রুয়ারি, সোমবার, ২০২৪১৩ ফাল্গুন ১৪৩০১ দিন
পবিত্র রমজান,দোলযাত্রা ২৫ শে মার্চ,স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ শে মার্চ ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস ১৭ ই মার্চ,পূর্ণ শুক্রবার ২৯ শে মার্চ,ঈদুল ফিতর ১১ এপ্রিল,ক্ষুদ্র গুষ্টির সামাজিক উৎসব ১২ এপ্রিল ও ১৫ এপ্রিল,বাংলা নববর্ষ ১৪ই এপ্রিল,গ্রীষ্মকালীন অবকাশ।            ১০ মার্চ রবিবার থেকে ১৮ এপ্রিল ২০২৪            ২৬ ফাল্গুন ১৪৩০ থেকে ০৫ বৈশাখ ১৪৩১            ৩০ দিন।
মে দিবস         ০১ মে বুধবার ২০২৪১৮ বৈশাখ ১৪৩১  ১ দিন।
বৌদ্ধ পূর্ণিমা  ২২ মে বুধবার ২০২৪    ০৮ জ্যেষ্ঠ ১৪৩১  ১ দিন।
পবিত্র ঈদুল আযহা১৩ই জুন বৃহস্পতিবার – ২৩ শে জুন রবিবার ২০২৪ পর্যন্ত৩০ শে জ্যৈষ্ঠ হতে ০৯ আষাঢ় ১৪৩১৭ দিন।
হিজরী নববর্ষ৮ ই জুলাই সোমবার ২০২৪২৪ আষাঢ় ১৪৩১১ দিন।
আশুরা১৭ই জুলাই বুধবার ২০২৪২ শ্রাবণ ১৪৩১১ দিন।
জাতীয় শোক দিবস১৫ ই আগস্ট বৃহস্পতিবার ২০২৪৩১ শ্রাবণ ১৪৩১১ দিন।
শুভ জন্মাষ্টমী      ২৬ আগস্ট সোমবার ২০২৪১১ই ভাদ্র ১৪৩১  ১ দিন।
আখেরি সাহার সোম্বা          ০৪ সেপ্টেম্বর বুধবার ২০২৪২০ ভাদ্র ১৪৩১  ১ দিন।
ঈদে মিলাদুন্নবী     ১৬ সেপ্টেম্বর ২০২৪,০১ আশ্বিন ১৪৩১  ১ দিন।
 দুর্গা পূজা, লক্ষ্মীপূজা , পূর্ণিমা    ৯ অক্টোবর বুধবার – ১৭ই অক্টোবর বৃহস্পতিবার ২০২৪২৪ আশ্বিন হতে ০১ কার্তিক ১৪৩১  ৭ দিন।
শ্রী শ্রী শ্যামা পূজা    ৩১ শে অক্টোবর বৃহস্পতিবার ২০২৪    ১৫ কার্তিক ১৪৩১  ১ দিন।
বিজয় দিবস  ১৬ই ডিসেম্বর সোমবার ২০২৪ ০১ পৌষ ১৪৩১  ১ দিন।
শীতকালীন অবকাশ এবং যীশু খ্রীষ্টের জন্মদিন ২০২৪ ২৫ ডিসেম্বর   ১৭ই ডিসেম্বর মঙ্গলবার –  ৩১ ডিসেম্বর মঙ্গলবার০২ পৌষ হতে ১৬ই পৌষ ১৪৩১  ১১ দিন।
কর্তৃপক্ষের সংরক্ষিত ছুটি  ৩ দিন।

এক্ষেত্রে মোট ছুটি আসে প্রতিষ্ঠানের ৭১ দিন। এখানে আমরা চেষ্টা করেছি ধারাবাহিকভাবে ছোট্ট সোনামনির স্কুল বন্ধের দিনগুলো তুলে ধরতে। আপনি চাইলে pdf আকারে এই তালিকা আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারেন।

২০২৪ সালের সাধারণ ছুটি

২০২৪ সালের সাধারণ ছুটির দিনগুলো আমরা ইতিমধ্যে তালিকা করে প্রকাশ করেছি। আমাদের সম্পূর্ণ আর্টিকেলটি পড়লে ২০২৪ সালের সাধারণ ছুটি গুলো কোন কোন দিন পড়েছে তা বিস্তারিতভাবে বুঝতে পারবেন।

সরকারি ছুটির সাথে মিলিয়ে ছুটি নেয়া যাবে?

সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকারি ছুটির সাথে মিলিয়ে ছুটি নেওয়া যাবে। এক্ষেত্রে প্রথমে আপনার প্রতিষ্ঠানের কাছে আবেদন করতে হবে। আবেদনপত্রের ছুটির কারণ এবং কতদিন ছুটি নিতে চাচ্ছেন তা উল্লেখ করুন। এভাবে যে কয়দিনের স্বর্গের ছুটি নিতে চাচ্ছেন তার সাথে দিনগুলো যোগ করে ছুটি উপভোগ করতে পারবেন।

উপসংহার

প্রিয় পাঠক / পাঠিকা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কিন্তু সরকারি ছুটির তালিকা ২০২৪ সম্পর্কে এখনো অবগত নন আশা করি আজকের আর্টিকেলটি কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর্টিকেলটি ভালো লাগলে আপনার সহকর্মীদের সাথে শেয়ার করতে ভুলবেন না।

সর্বাধিক জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১) 2024 সালে সিঙ্গাপুরে কয়টি ছুটির দিন আছে?

উঃ ১১ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

২) স্মরণ দিবস কবে রাষ্ট্রীয় ছুটির দিনে পরিণত হয়?

উঃ ১ লা মার্চ ২০১৮ সালে এটিকে স্মরণ দিবস হিসেবে ছুটি ঘোষণা করা হয়।

৩) ১৩ নভেম্বর সোমবার কি ছুটির দিন?

উঃ ১৩ নভেম্বর একটি বিধিবদ্ধ ছুটির দিন। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিয়ে কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া যেকোনো পদক্ষেপ সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে নিবেন। এই পোস্টের ফলে হওয়া যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More