Services nidw gov bd | NID প্রয়োজনীয় সকল তথ্য এখানেই
এনআইডি (NID) শব্দের পূর্ণ অর্থ হল ন্যাশনাল আইডেনটিটি কার্ড বা বাংলায় যার অর্থ জাতীয় পরিচয় পত্র। একটি দেশের নাগরিকের পরিচয়পত্রই এই এনআইডি কার্ড। দেশের অভ্যন্তরীন সকল সরকারি ও বেসরকারি কাজের জন্য এনআইডি কার্ড এর গুরুত্ব অপরিসীম। যারা নতুন ভোটার হয়েছেন তারা তাদের এনআইডি কার্ড হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকে।
নতুন ভোটারদের এনআইডি কার্ড চেক করার জন্য ফরম নাম্বার দিয়ে NID Card চেক করতে হয়। services.nidw.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে বাংলাদেশের যে কোন নাগরিক এনআইডি কার্ড সম্পর্কিত যে কোন তথ্য পাবে। এছাড়াও যে কোন সমস্যার সমাধান এইখান থেকে পাবে।
সূচিপত্র
কি কি সেবা services.nidw.gov.bd -তে পাওয়া যায়?
এনআইডি কার্ড সম্পর্কিত সকল সমস্যার সমাধান এই ওয়েব সাইটে পাবেন। বিশেষ করে যারা এনআইডি কার্ড এর ভুল সংশোধন করতে চান। যে যে সেবা গুলো সরকারি এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে। তা হল-
- নতুন ভোটার আইডি কার্ড এর আবেদন।
- জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
- জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারবেন।
- ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
- জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন।
- NID Card Re-Issue করতে পারবেন।
- স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।
- হারানো আইডি কার্ড উত্তোলন করতে পারবেন।
অর্থাৎ এনআইডি সম্পর্কিত যে কোন তথ্য আপনি এই services.nidw.gov.bd এইখান থেকে বের করতে পারবেন খুব সহজে। এখন জেনে নেওয়া যাক কিভাবে এই সেবা গুলো আপনি পাবেন।
এছাড়াও পড়ুন: জাতীয় পরিচয় পত্র যাচাই
খুব সহজে নতুন ভোটার হওয়ার আবেদন
আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে অনলাইনে নতুন ভোটার হিসেবে আবেদন করতে হবে। আপনি এই দেশের একজন নাগরিক সে সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য এবং নাগরিকত্ব প্রমাণের তথ্য বা কাগজপত্র প্রদান করে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে হবে। আবেদন করার জন্য services.nidw.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।
দুইটি ধাপে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রথমে, অনলাইনে আবেদন করতে হবে। এরপর আপনার উপজেলায় আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সেই সাথে আপনাকে সশরীরে উপস্থিত থেকে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। বায়োমেট্রিক তথ্য গুলো হল-
- আঙ্গুলের ছাপ,
- চোখের রেটিনা স্ক্যান,
- ছবি
- আপনার স্বাক্ষর
প্রয়োজনীয় কাগজ পত্র গুলো হল-
- জন্মনিবন্ধন
- পিতা-মাতার নাম
- গ্রাম, ইউনিয়ন, থানা, জেলা।
- আবেদন ফর্ম ইত্যাদি।
অনলাইনে নতুন ভোটার হওয়ার আবেদন করার পদ্ধতি।
প্রথমে, services.nidw.gov.bd এই ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। এরপর নিচের ছবির মত একটি পেজ পাবেন। নতুন নিবন্ধনের জন্য ‘নতুন নিবন্ধনের জন্য আবেদন’ নামে একটা ঘর পাবেন। সেইখানে “আবেদন করুন” বাটনে ক্লিক করুন।
এরপর, পরবর্তী পেজে আপনাকে একাউন্ট নিবন্ধন করতে হবে। এটা services.nidw.gov.bd এর নিবন্ধন। আপনার ইংরেজি নাম ও জন্ম তারিখ দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। নিচের পেজ এর মত একটি পেজ পাবেন।
এরপর, “বহাল” বাটনে ক্লিক করতে হবে। তারপর নিচের পেজের মত একটা পেজ পাবেন। এইখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। “বার্তা পাঠান” বাটনে ক্লিক করতে হবে। আপনার প্রদানকৃত নাম্বারে একটি ওটিপি কোড পাঠানো হবে। ওটিপি কোডটি দিয়ে পরবর্তী ধাপ পার করতে হবে।
এরপর, নিচের ছবির মত আরো একটি পেজ আসবে। সেখানে আপনার মোবাইল ফোনে যাওয়া ওটিপি কোডটি প্রদান করুন।
শেষ ধাপ, এইধাপে আপনাকে একটি ইউজারনেম (অবশ্যই ইউনিক হতে হবে), পাসওয়ার্ড প্রদান করে আপনার একাউন্ট টি সম্পূর্ণ করতে হবে। নিচের ছবি টি লক্ষ করুন।
একাউন্ট শেষ হলে, আপনার সামনে একটি ফর্ম আসবে। আপনার সকল তথ্য প্রদান করে ফর্মটি পূরণ করুন। ফর্মটি পূরণ করা শেষ হলে সাবমিট করে দিন। এইভাবে আপনার আবেদনের প্রথম পর্বটি শেষ করুন।
দ্বিতীয় ধাপে, আপনাকে উপজেলা অফিস থেকে ডাকা হবে। সেখানে আপনার বায়মেট্রিক প্রদানের মাধ্যমে নতুন ভোটার হওয়ার আবেদন সম্পূর্ণ করতে হবে।
১ থেকে ২ মাসের মধ্যে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়ে যাবে। অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন। সকল প্রক্রিয়া শেষ হলে আপনার ইউনিয়ন পরিষধে আপনার ভোটার আইডি কার্ডের হার্ড কপি পেয়ে যাবেন।
এছাড়াও পড়ুন: ই পাসপোর্ট করার নিয়ম ২০২৪, এবং প্রয়োজনীয় সকল তথ্য
জাতীয় পরিচয় পত্র ডাউনলোড
এনআইডি (NID) বা জাতীয় পরিচয় পত্র অনলাইন থেকে ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd ভিজিট করতে হবে। যারা আগের ভোটার ছিলেন তাদের জন্য আবার নতুন করে নিবন্ধন করতে হবে। ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ দিয়ে services.nidw.gov.bd একাউন্ট এর জন্য নিবন্ধন করতে হবে। আর যারা নতুন ভোটার এবং অনলাইনে আবেদন করেছেন তারা ভোটার ফরম নাম্বার অথবা স্লিপ নাম্বার বা আদেবন করার সময় যে ফর্ম নাম্বার দিয়েছিল, সেটি দিয়ে NID Card Download করতে পারবে।
জাতীয় পরিচয়পত্র বা ইউজারনেম দিয়ে লগইন করতে হবে। এরপর আপনার প্রোফাইল পাবেন। সেখান থেকে “ডাউনলোড” অপশন থেকে এনআইডি (NID) কার্ড ডাউনলোড করতে হবে।
ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এনআইডি (NID) কার্ড ডাউনলোড হয়ে যাবে। আপনার কম্পিউটার এর ডাউনলোড ফোল্ডারে আইডি কার্ডটি পাবেন।
এইভাবে খুব সহজে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক
services.nidw.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে আপনি খুব সহজে আপনার স্মার্ট কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন। মাত্র ১ মিনিটে জানতে পারবেন Smart NID Card প্রস্তুত হয়েছে কিনা। যে তথ্য গুলো প্রয়োজন-
১। এনআইডি কার্ড নাম্বার
২। জন্ম তারিখ
৩। ক্যাপচা পূরণ।
রেজাল্টঃ
প্রথমে https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই লিঙ্কে প্রবেশ করতে হবে। তারপর আপনার এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার Smart NID Card যদি প্রস্তুত হয়ে থাকে তাহলে দেখাবে আপনার Smart NID Card টি তৈরি হয়েছে। আর যদি না তৈরি হয় তাহলে “স্মার্ট কার্ডের কোন তথ্য পাওয়া যায়নি” লেখাটি দেখাবে।
যারা অনেক আগের ভোটার তাদের স্মার্ট কার্ড একটু দেরিতে প্রদান করা হবে। যারা বর্তমানে ভোটার হচ্ছেন শুধুমাত্র তারা এখন স্মার্ট কার্ড পাবেন।
জাতীয় পরিচয় পত্র সংশোধন প্রক্রিয়া
আপনার এনআইডি কার্ডে যদি কোনো প্রকার ভুল থাকে তাহলে তা সংশোধন করার জন্য জাতীয় পরিচয় পত্র সংশোধন এর জন্য আবেদন করতে হবে। এই আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে। প্রথমে, services.nidw.gov.bd -এ একটি আকাউন্ট খুলতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য প্রদান করে সংশোধন এর জন্য আবেদন করতে হবে। সাধারণত ৩ থেকে ৫ কর্ম দিবসের মধ্যেই এনআইডি কার্ড সংশোধন হয়ে যায়। যে যে ভুল সংশোধন করতে পারবেন।
- নিজের নাম
- জন্ম তারিখ
- পিতা মাতার নাম
- ঠিকানা
- রক্তের গ্রুপ
- এছাড়াও এনআইডি কার্ড এর যে কোন তথ্য।
যে যে কাগজ পত্র প্রয়োজন
- আপনার পুরাতন এনআইডি
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যে কোন একটি বা সব গুলোই সাবমিট করতে পারেন।
- এসএসসি
- এইসএসসি
- যে কোন সার্টিফিকেট
- পাসপোর্ট,
- জন্ম নিবন্ধন
- ড্রাইভিং লাইসেন্স
প্রক্রিয়াঃ
ধাপ ১ঃ services.nidw.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর আপনার এনআইডি দিয়ে বা আপনার নাম জন্ম তারিখ প্রদান করে একটি একাউন্ট করতে হবে।
ধাপ ২ঃ একাউন্ট খোলার পর বাম পাশে সংশোধন অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য সংশোধন করার জন্য আবেদন করুন।
ধাপ ৩ঃ এর পর আপনাকে “NID Wallet” নামে একটা অ্যাপ ইন্সটল করতে হবে। আবেদন করার পর একটা QR Code দিবে, NID Wallet অ্যাপ দ্বারা কোডটি স্ক্যান করলে আপনার ফোনের ক্যামেরা ওপেন হবে। আপনার ফেস এর ছবি নিবে। তারপর আবেদনটি সম্পূর্ণ হবে।
ধাপ ৪ঃ ৩ থেকে ৫ কর্ম দিবসের মধ্যে Bangladesh Election Commission তথ্য যাচাই করে আপনার তথ্য সংশোধন করে আপনাকে মেসেজ দিয়ে জানাবে।
সারসংক্ষেপ
আমরা অনেকেই কম বেশি জানি সরকারি যে কোন সার্ভিস নিতে সবাইকে কেমন ভোগান্তিতে পরতে হয়। কিন্তু বাংলাদেশ নির্বাচন কমিশন গ্রাহকদের এই ভোগান্তি দূর করার জন্য অনলাইনে ভোটার এর সকল সমস্যা সমাধান করার সকল ব্যবস্থা করেছে। services.nidw.gov.bd এর মাধ্যমে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের সেবা প্রদান করে থাকে। সেবা পেতে যে কোন সমস্যা হলে তাদের হেল্প লাইনে জানাতে পারেন বা নির্বাচন কমিশনকে মেইল করতে পারেন। আশা করি, পোস্ট টি আপনার উপকারে আসবে। এমন সমস্যার সমাধান খুজতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন।
বহুল জিজ্ঞেসিত প্রশ্নাবলী
বাংলাদেশে snid কি?
উত্তরঃ snid মানে হল ১০ সংখ্যা বিশিষ্ট স্মার্ট আই ডি কার্ড।
ভোটারের স্থান পরিবর্তন করবো কিভাবে?
উত্তরঃ যে উপজেলায় বর্তমান ভোটার হিসেবে আছেন, সেখানে আবেদন করতে হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন যাচাই করে আপনার কাঙ্ক্ষিত স্থানে আপনার ভোটার স্থান পরিবর্তন করে দিবে।