চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন লেখার নিয়ম (বাংলা ও ইংরেজি)
যেকোনো চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সময় অব্যাহতি পত্র বা রিজাইন লেটার জমা দিতে হয়। কিন্তু অনেকেই অব্যাহতি পত্র বা রিজাইন লেটার লেখার নিয়ম জানেন না। আপনি যদি গুগলে এ খুজে থাকেন চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় তাহলে এ পোস্টটি শুধুমাত্র আপনার জন্য।
আজকের এই পোস্টে আমরা অব্যাহতি পত্র লেখার নিয়ম বাংলায় ২০২৪, চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন ইংরেজি, Resignation Letter লেখার নিয়ম, অসুস্থতার কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত, পারিবারিক কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত, গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন, মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন এবং স্কুলের চাকরি থেকে অব্যাহতি নেওয়ার আবেদনপত্র কিভাবে লিখতে হয় তা আপনাদের সামনে নমুনা আকার উপস্থাপন করব। তাহলে আর দেরি কেন! চলুন তাহলে নমুনাগুলো দেখে নেওয়া যাক:
সূচিপত্র
অব্যাহতি পত্র কি?
অনেক সময় ব্যক্তিগত কারণ অথবা অফিসিয়াল বিভিন্ন কারণে চাকরি ছেড়ে দেওয়ার দরকার পড়ে। যখন একটি চাকরি থেকে অন্য একটি চাকরিতে জয়েন করতে চান অথবা একটি প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে কেউ যোগদান করেন তখন তাকে আগে প্রতিষ্ঠানে অব্যাহতি পত্র জমা দিতে হয়। চাকরি ছেড়ে দেওয়ার বিষয় যে পত্রটির মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয় তাকে অব্যাহতি পত্র বলা হয়ে থাকে। একটি চাকরি থেকে আরেকটা চাকরিতে জয়েন করবার পূর্বে পূর্বের অফিসে অব্যাহতি পত্র অবশ্যই জমা প্রদান করতে হবে। তবে অব্যাহতি পত্র বা রিজাইন লেটার লেখার কিছু নিয়ম রয়েছে। আপনি যে আমরা সেগুলো সম্পর্কে আলোকপাত করবো।
অব্যাহতি পত্র লেখার নিয়ম বাংলায় ২০২৪
অব্যাহতি পত্র লেখার নিয়মের সঙ্গে আবেদন পত্র লেখার একটি বিশাল মিল রয়েছে। আমরা সবাই জানি আবেদন পত্রে প্রাপকের নাম, পদবি এবং ঠিকানা উল্লেখ করতে হয়। ঠিক একই রকম ভাবে অব্যাহতি পত্র তেও এই তথ্যগুলো সংযুক্তির প্রয়োজন রয়েছে।
চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র লেখার সময় “মহোদয়” অথবা “জনাব” কথাটি উল্লেখ করতে হবে। যে চিঠিটি লিখছে তার নাম এবং ঠিকানা অথবা কোন পোস্টে চাকরিটি করছেন সেই তথ্য ইনক্লুড করতে হবে। নির্ভুলভাবে চিঠি লেখার চেষ্টা করতে হবে এবং কোনভাবেই কাটাকাটি করা যাবে না। লেখা শেষ হলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অব্যাহতি পত্র জমা দিতে হবে। অব্যাহতি পত্র লেখার নিয়ম বাংলায় ২০২৪ সম্পর্কে আমরা নিচে আরো বিস্তারিতভাবে আলোচনা করব।
Resignation Letter লেখার নিয়ম
অনেক সময় ব্যক্তিগত কারণে প্রতিষ্ঠান থেকে পদত্যাগ এর প্রয়োজন হয়। চলুন জেনে নেই কিভাবে ব্যক্তিগত কারণে পদত্যাগ পত্র লিখতে হয়?
তারিখঃ ০১/০২/২০২৪
বরাবর
ব্যবস্থাপক
এ কে এস কোম্পানি লিঃ
মিরপুর, ঢাকা।
বিষয়ঃ চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শামিমুর রহমান আপনার কোম্পানীতে দীর্ঘ ৫ বছর যাবত সিনিয়র এক্সিকিউটি হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার জন্য আগামী মাসের এক তারিখ অর্থাৎ ০১-৩-২০২৪ ইং তারিখ থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে সিনিয়র এক্সিকিউটিভ পদ থেকে অব্যাহতি প্রদান করতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক,
স্বাক্ষর
শামিমুর রহমান,
সিনিয়র এক্সিকিউটিভ,
এ কে এস কোম্পানি লিঃ
মিরপুর, ঢাকা।
অসুস্থতার কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত
কয়েক দিনের অসুস্থ তাই সাধারণত অফিস থেকে ছুটি নেওয়া যায়। কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদে অসুস্থ থাকেন তাহলে অফিস থেকে ছুটি মঞ্জুর করতে অনেক সময় দ্বিধাগ্রস্ত থাকে। সে ক্ষেত্রে অব্যাহতি নেওয়া ছাড়া আর কোন অপশন থাকে না। আপনি যদি অসুস্থতার কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত লিখতে চান তাহলে আমাদের নিচের নমুনা টি অনুসরণ করতে পারেন।
তারিখঃ ০১/০২/২০২৪
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক,
এ কে এস কোম্পানি লিঃ
মিরপুর, ঢাকা।
বিষয়ঃ অসুস্থতার জন্য চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি শামিমুর রহমান আপনার কোম্পানীতে দীর্ঘ ৫ বছর যাবত জুনিয়র এক্সিকিউটি হিসেবে কর্মরত আছি। খুবই বিশ্বস্ততার সহিত আমি আপনার কোম্পানিতে কাজ করার চেষ্টা করেছি। ইতোমধ্যে আপনি অবগত আছেন যে, আমি গত দুই মাস যাবত শারীরিক অসুস্থতায় ভুগছি। বর্তমানে আমার ডাক্তার আমাকে সম্পূর্ণভাবে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। যার জন্য আগামী মাসের এক তারিখ অর্থাৎ ০১-৩-২০২৪ ইং তারিখ থেকে দায়িত্ব পালন করা সম্ভব নয়। দিন দিন আমার শারীরিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।
অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমাকে জুনিয়র এক্সিকিউটিভ পদ থেকে অব্যাহতি প্রদান করতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক,
স্বাক্ষর
শামিমুর রহমান,
জুনিয়র এক্সিকিউটিভ,
এ কে এস কোম্পানি লিঃ
মিরপুর, ঢাকা।
পারিবারিক কারনে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দরখাস্ত
তারিখঃ ০১/০২/২০২৪
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক,
ওটিজি কোম্পানি লিঃ
মিরপুর, ঢাকা।
বিষয় :পারিবারিক সমস্যাজনিত কারণে চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমার নাম মোঃ সিরাজুল ইসলাম, আমি আপনার কোম্পানিতে দীর্ঘ ১০ বছর যাবত অপারেশন ম্যানেজমেন্ট গ্রুপে খুবই বিশ্বস্ততার সহিত কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে আমার মা খুব অসুস্থ হওয়ায় আমাকে দেশের বাড়ি চলে যেতে হচ্ছে। এরূপ প্রস্তুতিতে আমার ঢাকায় প্রতিদিন অফিসে যোগদান করা একদমই সম্ভব হচ্ছে না। পারিবারিক সমস্যার কারণে আপনার কোম্পানিতে চাকরি করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমার উক্ত পোস্ট হতে অব্যাহতি নেওয়া খুব জরুরী।
অতএব জনাবের নিকট আকুল আবেদন, আমাকে উক্ত চাকরি হতে অব্যাহতি প্রদান করে বাধিত করবেন।
নিবেদক,
সিরাজুল ইসলাম,
অপারেশন ম্যানেজমেন্ট গ্রুপ,
ওটিজি কোম্পানি লিমিটেড,
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
গার্মেন্টস চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
তারিখ
বরাবর,
পরিচালক,
পদ্মা গার্মেন্টস লিমিটেড,
সাভার, ঢাকা, বাংলাদেশ।
বিষয়ঃ গার্মেন্টস চাকুরী থেকে অব্যাহতির জন্য আবেদন।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানে দীর্ঘ ৫ বছর যাবত একটি মধ্যস্থ পদে চাকুরীরত ছিলাম। এখন আমার ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে আমি আপনার প্রতিষ্ঠানে আর নিয়মিত চাকরি চালিয়ে যেতে পারছি না। আমার স্ত্রী খুব অসুস্থ এবং আমার সন্তানদের দেখভাল করার জন্য তেমন কেউ নেই। এরকম অবস্থায় আমাকে প্রতিদিন আপনার কোম্পানিতে উপস্থিত থাকা একেবারেই সম্ভব না। আমি ছাড়া আমার পরিবারের অবস্থা এখন ভীষণ নাজেহাল।
সুতরাং, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে উক্ত পদে অব্যাহতি প্রদান করতে আপনার যেন মর্জি হয়।
নিবেদক,
সিরাজুল ইসলাম
পদ্মা গার্মেন্টস লিমিটেড,
সাভার, ঢাকা, বাংলাদেশ।
স্কুলের চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
তারিখঃ ০১/০২/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক,
মিরপুর বাংলা স্কুল
মিরপুর, ঢাকা।
বিষয়ঃ স্কুলের চাকুরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি তিথি সাহা আপনার বিদ্যালয় দীর্ঘ ৫ বছর যাবত অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হিসেবে কর্মরত আছি। বর্তমানে আমি মিরপুর বাংলা কলেজে ইংলিশ প্রভাষক হিসেবে চাকুরী পেয়েছি। নিঃসন্দেহে এই চাকরি আমার জন্য অধিক সম্মানজনক এবং সুবিধার জনক। আগামী মাসের এক তারিখ অর্থাৎ ০১-৩-২০২৪ ইং তারিখ থেকে আপনার বিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না।
সুতরাং, আপনার নিকট আমার আকুল আবেদন এই যে, আমাকে আপনার প্রতিষ্ঠান থেকে উক্ত পদে অব্যাহতি প্রদান করতে আপনার যেন মর্জি হয়। আমি আপনার এবং আপনার প্রতিষ্ঠানের জয়যাত্রা কামনা করছি।
বিনীত নিবেদক,
তিথি সাহা,
মিরপুর বাংলা স্কুল,
অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার।
মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন
স্কুল এবং মাদ্রাসায় চাকরি থেকে অব্যাহতি নেওয়ার রিজাইন লেটার লেখার ধরন প্রায় একই রকম। সুমন শুধুমাত্র সামান্য কিছু কথার অদল বদল করলেই আপনি মাদ্রাসার চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র অনায়াসেই লিখতে পারবেন। চলুন তাহলে নমুনা আকারে দেখে নেওয়া যাক মাদ্রাসা থেকে চাকরির অব্যাহতি পত্র কিভাবে লিখতে হয়?
বরাবর
অধ্যক্ষ
জামেয়া আমিনা সুন্নিয়া আলিয়া, খুলনা।
রুপসা, খুলনা, বাংলাদেশ।
বিষয় : মাদ্রাসার চাকুরী থেকে ছুটি চেয়ে আবেদন।
মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মাসনুন সালাম ও যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আপনার প্রসিদ্ধ মাদরাসার একজন শিক্ষক হিসেবে গত পাঁচ বছর সম্মানের সহিত শিক্ষার্থীদের জ্ঞানের আলো বিতরণ করে যাচ্ছি।
কিন্তু একটু উন্নত জীবনযাপন এর আশায় আমি আরো কয়েকটি মাদ্রাসায় চাকুরীর জন্য দরখাস্ত প্রদান করেছিলাম। সেখান থেকে একটু মাদ্রাসা আমাকে তাদের সিনিয়র শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। তাই আমি ওই প্রতিষ্ঠানে নিয়োগের চেষ্টা করছি। আমার কাছে এই প্রতিষ্ঠানটি এবং এই প্রতিষ্ঠানের ছোট ছোট বাচ্চাদের খুব কাছের মানুষ বলে মনে হতো। তাই এই চাকরি ছেড়ে যেতে আমারও কষ্ট হচ্ছে। কিন্তু উন্নত জীবনের আশায় আমাকে ওই চাকরিতে অবশ্যই নিয়োজিত হতে হবে।
অতএব আপনার সমীপে আমার আকুল আবেদন এই যে, উল্লিখিত আমার পরিস্থিতি বিবেচনা করে আমাকে আপনার প্রতিষ্ঠান হতে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। সর্বশেষে আমি আপনার প্রতি কৃতজ্ঞতা এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
নিবেদক
মুহাম্মদ শামিমুল হাসান,
জামেয়া আমিনা সুন্নিয়া আলিয়া, খুলনা।
চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন ইংরেজি
Date : 10 April, 2024
To,
Principal,
Rupsha girls college,
Rupsha, Khulna, Bangladesh.
Subject: Resignation letter for personal reasons.
sir,
With gratitude to you that I have been trying to impart knowledge to students through honesty since last three years in your institution. But currently I am suffering from various personal problems. Due to which it is no longer possible for me to teach in your institution. If I have misbehaved with anyone, I must apologise.
Sir, I request you kindly to release me from this job. Finally I wish you good health and progress in the organisation.
Thanks for consideration.
Yours sincerely,
Tithi Saha
Senior teacher of the English department.
Rupsha girls college,
Rupsha, Khulna, Bangladesh.
Contact number: 016******
সরকারি চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন পত্র
তারিখ: ২৫/০৫/২০২৪
বরাবর,
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
খুলনা।
বিষয়: চাকুরী হতে ইস্তফা প্রদান প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সহকারি শিক্ষক, কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজদিয়া, রুপসা খুলনা এর একজন শিক্ষক। আমি গত ২৩/১০/২০১৭ খ্রি: তারিখে এই বিদ্যালয়ে যোগদান করি। বর্তমানে আমার অন্যত্র চাকরি হওয়ার কারণে ০১/১০/২০২৪ তারিখ হতে স্বেচ্ছায় চাকুরী হতে ইস্তফা পত্র প্রদান করছি।
অতএব, মহোদয়ের নিকট আমার আকুল আবেদন এই যে, আগামী ০১/১০/২০২৪
খ্রি: তারিখ হতে আমার ইস্তফা পত্র গ্রহণ করিতে আপনার যেন আজ্ঞা হয়।
নিবেদক
তিথি সাহা,
সহকারি শিক্ষক
কাজদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,
কাজদিয়া, রুপসা, খুলনা।
নমুনা স্বাক্ষর:
০১। তিথি সাহা………….
০২। তিথি সাহা………….
০৩| তিথি সাহা………….