সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা নমুনা, ছন্দ, স্ক্রিপ্ট ও pdf

যেকোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস, ভাষার স্পষ্টতা এবং প্রমিত রূপ। যেকোনো সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করার আগে প্রাথমিক ধারণা এবং নমুনা সংগ্রহ করে রাখতে হবে। এবং মঞ্চে ওঠার আগে কয়েকবার প্র্যাকটিস করা জরুরী। কারণ একটি সংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালনার জন্য একজন উপস্থাপক অথবা উপস্থাপিকার ভূমিকা থাকে অনন্য।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা

অনুষ্ঠানের উপস্থাপক অথবা উপস্থাপিকা এমন হতে হবে যে তার উপস্থাপনা রোমাঞ্চকর এবং আকর্ষণীয় হতে হবে। আপনি যদি কোন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করতে চান তাহলে আমাদের আজকের আর্টিকেলটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমাদের এই আর্টিকেলে আমরা আপনাদের দেখাবো কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য,অ নুষ্ঠান উপস্থাপনা স্ক্রিপ্ট pdf, সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ ইত্যাদি সম্পর্কে। চলুন তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক:

সূচিপত্র

এছাড়াও পড়ুন: নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকের বক্তব্য দেয়ার নিয়ম ২০২৪

উপস্থাপনা কী ও উপস্থাপনা করার নিয়ম

উপস্থাপনা বলতে শুধুমাত্র স্ক্রিপ্ট দেখে মুখস্ত কোন কিছু বলে যাওয়াকে বোঝায় না। উপস্থাপনা হচ্ছে এমন একটি কৌশল, যে কৌশলের মাধ্যমে উপস্থাপক অথবা উপস্থাপিকা একটি অনুষ্ঠানকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠান ভেদে উপস্থাপনা করার কৌশল ভিন্ন রকমের হয়ে থাকে।

যারা উপস্থাপনা করতে অভ্যস্ত তাদের কাছে এটি তেমন কঠিন ব্যাপার নয়। কিন্তু যারা নতুন উপস্থাপনা করছেন তাদের জন্য এটা রীতিমত ভয়ের ব্যাপার। উপস্থাপনা বলতে এক কথায় বোঝায়: সম্পূর্ণ অডিয়েন্স এর কাছে নিজের মনের কথা আত্মবিশ্বাস এর সহিত তুলে ধরা। উপস্থাপনার মূল কৌশল হল, আপনি যে অনুষ্ঠান পরিচালনা করেন না কেন তা আত্মবিশ্বাসের সহিত করতে হবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার ছন্দ

যদি আপনি গান উপস্থাপন করতে চান তাহলে এভাবে ছন্দ বলতে পারেন:

১)গান আমাদের জীবনের কথা বলে, গান আমাদের মনের কথা বলে

এমন গান উপস্থাপন করতে এখন মঞ্চে আসছেন শিল্পী ন্যান্সি।

অথবা বলতে পারেন:

“প্রিয় দর্শক মন্ডলী, এখন আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একদল গুনি গায়কের গান শুনতে চলেছি। আশা করছি আপনাদের সবার এই গানটি খুবই পছন্দ হবে।”

আরো বলতে পারেন:

“গান আমাদের মনকে আন্দোলিত করে, গান আমাদের মনের কথা বলে। একমাত্র গানের মাধ্যমে মানুষ তার মনের অব্যক্ত কথাগুলো সাধারণ ভাষায় বলতে পারে। যারা গান ভালবাসেন তাদের জন্য এ পর্যায়ে মঞ্চে উপস্থিত হচ্ছেন এ সময় জনপ্রিয় সংগীত শিল্পী এস. আই. টুটুল।”

যদি আপনি কবিতা আবৃতির উপস্থাপনা করতে চান তাহলে এভাবে ছন্দ বলতে পারেন:

২)কবিতার প্রত্যেকটি শব্দ আমাদের মন ছুয়ে যায়,

বলে যায় আমাদের মনের কথা এবং জাগিয়ে তোলে আমাদের বোধশক্তিকে।

এখন আপনাদের সামনে কবিতা আবৃতি করতে মঞ্চে আসছেন কবি অতুলপ্রসাদ সেন।।।

যদি নিত্য পরিবেশনের উপস্থাপনা করতে চান তাহলে এভাবে বলতে পারেন:

৩) আজকের এই সুন্দর সন্ধ্যা নুপুরের তালে তালে ভরে উঠুক,

চলুন হারিয়ে যাই নৃত্যের ঝঙ্কারে।।।

এখন মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছেন নিত্য শিল্পী অনামিকা তালুকদার।

যদি আপনি কৌতুক পরিবেশনের উপস্থাপনা করতে চান তাহলে এভাবে বলতে পারেন:

৪)কবিতা, গান, নৃত্য সবই তো হল

এখন আমাদের হাসির পালা

আমাদের এই অনুষ্ঠানে এসে আপনারা প্রাণ খুলে হাসলেই আমাদের সার্থকতা।

আপনাদেরকে হাসানোর জন্য মঞ্চে আসছেন কৌতুক শিল্পী কাজল।

যদি আপনি জাদু পরিবেশনের উপস্থাপনা করতে চান তাহলে এভাবে বলতে পারেন:

৫) ছোট বড় সবাই আমরা যাদু পছন্দ করে থাকি,

জাদু দেখেই আমরা রোমাঞ্চিত হই, জাদু দেখেই আমরা শিহরিত হই।

আপনাদের শরীরে শিহরণ জাগানোর জন্য এখন মঞ্চে আসছেন উদীয়মান জাদুশিল্পী শৈলক কর্মকার।

অনুষ্ঠানে যদি পুতুল খেলার আয়োজন করা হয়ে থাকে তাহলে এভাবে উপস্থাপন করতে পারেন:

প্রিয় দর্শকবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ আকর্ষণ হল পুতুল নাচ ও পাপেট শো। আমাদের এই অনুষ্ঠানে আমরা পুতুল নাচ দেখানোর জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্প গোষ্ঠীদের আমন্ত্রণ জানিয়েছি। এই বিশেষ আকর্ষণ পুতুল নাচ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনাদের সামনে প্রদর্শন করব। দয়া করে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ।

জাদু দেখানো শেষ হলে সবাইকে বলতে পারেন “শৈলক কর্মকার এর জন্য একটি জোরে হাততালি প্লিজ! আমাদের সময় ফুরিয়ে এসেছে, এবার আমাদের অনুষ্ঠান শেষ করবার পালা।” তবে অনুষ্ঠান এভাবেই শেষ করা যাবে না। দর্শকদের উদ্দেশ্যে আবারো একটি গান অথবা নিত্য পরিদর্শন করে অনুষ্ঠান শেষ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কিভাবে উপস্থাপনা করবেন তা আমরা নিচে আলোচনা করব।

কিভাবে উপস্থাপনা শুরু করতে হয়

যে কোন অনুষ্ঠান শুরু করার আগে উপস্থাপক অথবা উপস্থাপিকা কে দর্শকের মনোযোগ আকর্ষণের চেষ্টা করতে হবে। অনুষ্ঠানের শুরু যদি সুন্দর হয় তাহলে দর্শক মনোযোগ হারাবে না। এটার জন্য সর্বপ্রথম ভাল একটি স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে। এর সাথে প্রয়োজন হবে বারবার অনুশীলন করা। চলুন কিভাবে উপস্থাপনা শুরু করতে হয় তা ধাপে ধাপে জেনে নেওয়া যাক:

১) দর্শকের মনোযোগ আকর্ষণ করুন

অনুষ্ঠানের শুরুতে সবাইকে সালাম দিয়ে একটি মজাদার কৌতুক বলে অনুষ্ঠান শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনি চাইলে দর্শকদের উদ্দেশ্যে বলতে পারেন “দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি”। এক্ষেত্রে অনুষ্ঠানের সাথে মিল রেখে একটি সংক্ষিপ্ত বক্তব্য দর্শকদের উদ্দেশ্যে চালিয়ে দেওয়া যেতে পারে। এতে করে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে দর্শকদের মনোযোগ অনুষ্ঠানের দিকেই থাকবে।

২) শ্রোতাদের কল্পনা করতে উৎসাহিত করা

সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য তাদের উদ্দেশ্য বলতে পারেন “আমাদের অনুষ্ঠানটি যদি এমন হয় তাহলে কেমন হতো?” এই ধরনের কথা বললে দর্শকরা অনুষ্ঠান সম্পর্কে ভাবতে সমর্থ হন এবং অনুষ্ঠানের উপর পূর্ণ মনোযোগ থাকে।

৩) সুন্দর গান বাজিয়ে শুরু করতে পারেন

যেকোনো সংস্কৃতি অনুষ্ঠান শুরু করার পূর্বে যদি সুন্দর একটি গান বাজানো যায় তাহলে অনুষ্ঠানের উপর দর্শকদের পূর্ণ মনোযোগ থাকে। আর এটা যদি কোন ইসলামিক অনুষ্ঠান হয়ে থাকে তাহলে অবশ্যই গজল অথবা যেকোনো ধরনের ইসলামিক সংগীত বাজানো যেতে পারে।

৪) কবিতা আবৃত্তি অথবা জাদু পরিবেশন করা যেতে পারে

যেকোনো সংস্কৃতি অনুষ্ঠান শুরুর পূর্বে ছোট একটি কবিতা আবৃত্তি করা যেতে পারে। যদি জাদু পরিবেশন করা যায় তাহলে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে দর্শকদের সম্পূর্ণ মনোযোগ অনুষ্ঠানের উপরেই থাকে।

৫) যেকোনো গল্প বা ঘটনা দিয়ে শুরু করুন

যে প্রতিষ্ঠানের হয়ে উপস্থাপন করছেন সেই প্রতিষ্ঠানের একটি হৃদয়বিদারক ঘটনা অথবা কোন আনন্দের ঘটনা দিয়ে উপস্থাপনা শুরু করতে পারেন। এতে করে দর্শকরা আবেগপ্রবণ হয়ে আপনার উপস্থাপনা মনোযোগ সহকারে শুনবে।

৬) সংগতিপূর্ণ কবিতার লাইন বলতে পারেন

যে অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব পালন করছেন সেই অনুষ্ঠানের সাথে মিল রেখে সঙ্গতিপূর্ণ একটি কবিতা দুই থেকে চার লাইন বলতে পারেন। ‌এটি শ্রোতাদের মনোযোগ আনন্দের সহিত ধরে রাখতে সাহায্য করবে।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট

“আসসালামু আলাইকুম, বিরক্তির ধরা বাঁধা নিয়ম থেকে আপনারা যে আপনাদের ছোট্ট সোনামণিকে সাথে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের যোগদান করেছেন এর জন্য আমরা আপনাদের কাছে চির কৃতজ্ঞ।”এই ধরনের কথা বলে উপস্থাপনা শুরু করা যেতে পারে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনার স্ক্রিপ্ট তৈরি করার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করতে চলেছেন।

যেকোনো সংস্কৃতি অনুষ্ঠান শুরুর সময় দর্শকদের বলতে পারেন আপনারা যার যার আসন গ্রহণ করুন দয়া করে। এছাড়া স্ক্রিপ্ট তৈরির সময় সংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে দর্শক এবং প্রধান অতিথিদের সাথে কিভাবে শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন তা রাখতে পারেন। অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি সাথে পশুর বিনিময় করে অনুষ্ঠান শুরু করতে পারেন। অনুষ্ঠানের বাইরের কোন অপ্রাসঙ্গিক কথাবার্তা অনুষ্ঠানের শুরুর প্রথম দিকে কোনভাবেই বলা যাবে না।

কোন অতিথি যদি অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করতে কিছুক্ষণ তাহলে আপনি প্রথমে কার নাম ঘোষনা করবেন অথবা কে কে বক্তৃতা প্রদান করবে তা আপনার স্ক্রিপ্টে লিখে রাখুন। এতে করে আপনি নামগুলো ভুলে যাবেন না এবং সিরিয়ালের সাথে নাম গুলো উচ্চারণ করতে পারবেন।

অনুষ্ঠান উপস্থাপনা স্ক্রিপ্ট pdf

উপস্থাপনা করার সময় কি কি বলতে হবে এ বিষয়ে অনেকেরই জ্ঞান থাকে। কিন্তু মাইকের সামনে এবং শ্রোতাদের সামনে সবাই গুছিয়ে কথা বলতে পারেন না। এক্ষেত্রে আপনি যদি উপস্থাপনার একটি স্ক্রিপ্ট pdf আকারে উপস্থাপনের সময় নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনার উপস্থাপনা বেশ সহজ হয়ে যাবে। কারণ অনলাইনের মাধ্যমে ফুল পিডিএফ নিজের কাছে সংগ্রহ করলে আপনি সব নিয়মকানুন মেনে সম্পূর্ণ উপস্থাপনা নিজের মতো করে করতে পারবেন। তাই অনুষ্ঠান উপস্থাপনা করার আগে অবশ্যই একটি স্ক্রিপ্ট

পিডিএফ আকারে সংগ্রহ করে নিজের কাছে রাখুন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য

 সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করার সময় আপনার স্ক্রিপ্টে উল্লেখ রাখতে হবে যে অনুষ্ঠানে গান, নৃত্য, কবিতা কে পরিবেশন করছেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা বক্তব্য শুরু করার পরবর্তী সময় অর্থাৎ মাঝের দিকে আপনাকে একে একে গান, নাচ, কবিতা, জাদু ইত্যাদি পরিবেশনকারীদের নাম ঘোষণা করতে হবে। এবং একজন উপস্থাপকথন উপস্থাপিকা হিসেবে আপনার কর্তব্য হলো অনুষ্ঠানের মাঝে দর্শকদের আনন্দ বিতরণ করা। এক্ষেত্রে আপনি নিজেই কোন মজার কবিতা বলতে পারেন।

অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে দর্শকদের উদ্দেশ্যে বলবেন “আমাদের আজকের সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে, আমরা একটি সুন্দর গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব”। সম্পূর্ণ অনুষ্ঠান শেষ হওয়ার পর আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে মিউজিসিয়ানদের নাম। যেমন:

কিবোর্ডে ছিলেন:

অক্টোপ্যাডে ছিলেন:

তবলায় ছিলেন:

বাঁশিতে ছিলেন:

গিটারে ছিলেন:

হারমোনিয়ামে ছিলেন:

সুতরাং আপনাকে অনুষ্ঠান শুরুর আগেই জেনে নিতে হবে আজকের অনুষ্ঠানের বাদ্যযন্ত্র কে কে বাজাচ্ছেন। এই নামের তালিকা আপনার স্ক্রিপ্টে উল্লেখ রাখুন।

ইসলামি সাংস্কৃতিক উপস্থাপনার জন্য ছন্দ

প্রতিবছর বিভিন্ন পাড়া ও মহল্লায় অথবা শহরের বিভিন্ন স্থানে ইসলামিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরূপ সংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করার জন্য বিভিন্ন ধরনের ছন্দ অথবা কোরআন তেলাওয়াত করার প্রয়োজন হয়। ইসলামি সাংস্কৃতিক উপস্থাপনার জন্য ছন্দ বলার পূর্বে আপনার সামনে উপস্থিত সব শ্রোতাদের সালাম দিবেন।

ধীরে ধীরে আপনি বিভিন্ন হাদিস সম্পর্কে তাদের কাছে বলবেন এবং কথার মাঝে গজলের চার লাইন গেয়ে শোনাতে পারেন। এতে করে শ্রোতারা একঘেয়ে বোধ করবে না। মহান আল্লাহ তায়ালার বাণী তাদের সামনে এমনভাবে তুলে ধরবেন যাতে সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে একটি আবেগঘণ পরিবেশ তৈরি হয়।

১০টি গুরুত্বপূর্ণ উপস্থাপনা কৌশল

সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে সুষ্ঠুভাবে উপস্থাপনা পরিচালনা করার জন্য আপনাকে কিছু কৌশল মেনে চলতে হবে। ১০টি গুরুত্বপূর্ণ উপস্থাপনা কৌশল হল:

  • ঘুরিয়ে পেঁচিয়ে কোন কথা বলা যাবে না,
  • যেকোনো অতিথি অপ্রীতিকর অবস্থায় পড়লে তা রক্ষা করার দায়িত্ব আপনার,
  • দর্শকদের সমস্ত রকম প্রতিক্রিয়া গায়ে লাগাতে যাবেন না,
  • অনুষ্ঠানে কারো রেফারেন্স টেনে কথা বলা ঠিক না। আবার কারো বদনামও করা যাবে না,
  • সম্পূর্ণ উপস্থাপনা খুব ধৈর্যের সহিত করুন,
  • আত্মবিশ্বাস বজায় রাখুন,
  • ফরমাল পোশাক সিলেক্ট করুন,
  • স্পষ্ট এবং বোধগম্য ভাষায় কথা বলুন,
  • হাতে স্ক্রিপ্ট না রেখে দর্শকদের দিকে তাকিয়ে কথা বলুন,
  • হাসিমুখে সম্পূর্ণ পরিস্থিতি সামাল দিন।

বহুল জিজ্ঞাসিত প্রশ্নাবলী

১)উপস্থাপনার জন্য স্ক্রিপ্ট থাকা কি খারাপ?

উঃ উপস্থাপনার সময় হাতে স্ক্রিপ্ট থাকলে দর্শকদের প্রতি আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে কমে যায় ‌

২)উপস্থাপনা কিভাবে শুরু করতে হয়?

উঃ উপস্থাপনা শুরু করার প্রথম কৌশল হল দর্শকদের মনোযোগ আকর্ষণ করা।

৩) উপস্থাপক বলতে কি বোঝায়?

উঃ উপস্থাপক বলতে বোঝায় প্রস্তাব কর্তা।

বিশেষ দ্রষ্টব্যঃ এই পোস্টটি সাধারণ তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই তথ্যের নির্ভরযোগ্যতা এবং সঠিকতা নিয়ে কোনো গ্যারেন্টি আমরা দিচ্ছি না। এই তথ্যের উপর ভিত্তি করে নেওয়া যেকোনো পদক্ষেপ সম্পূর্ণ আপনার নিজের ঝুঁকিতে নিবেন। এই পোস্টের ফলে হওয়া যেকোনো ক্ষতির জন্য আমরা দায়ী থাকবো না।
Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More